Posts

Showing posts from April, 2024

Srabanti Chatterjee New Movie : Srabanti New Film Kalmrigaya

Image
টলিউডের অন্যতম আলোচিত ছবি 'দেবী চৌধুরানি'র শ্যুটিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ছবিটি এডিটিং এবং পোস্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে। যদিও এর মুক্তির জন্য এখনো অপেক্ষা বাকি, তবে নির্মাতা শুভ্রজিৎ মিত্র ইতিমধ্যেই তাঁর পরবর্তী প্রকল্পের ঘোষণা করেছেন। তাঁর নতুন ছবি 'কালমৃগয়া' তে আবারও দেখা যাবে 'দেবী চৌধুরানি'র নায়িকা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। Srabanti Chatterjee New Movie : Srabanti New Film Kalmrigaya এই ছবিটি থাকছে থ্রিলার ঘরানার, যা পরিচালকের জন্য নতুন এক অধ্যায়। শুভ্রজিৎ মিত্র এর আগে 'অভিযাত্রিক' ছবিতে 'পথের পাঁচালি'র সাথে যুক্ত থেকে দর্শকদের কাছে বিশেষ সমাদর পেয়েছিলেন এবং 'দেবী চৌধুরানি' এনেছেন ঐতিহাসিক বিন্যাস। এবার, 'কালমৃগয়া' দিয়ে তিনি রহস্য ও উত্তেজনা নিয়ে আসছেন যা নিশ্চিতভাবেই দর্শকদের নতুন কিছু উপভোগ করাবে।