Posts

Srabanti Chatterjee New Movie : Srabanti New Film Kalmrigaya

Image
টলিউডের অন্যতম আলোচিত ছবি 'দেবী চৌধুরানি'র শ্যুটিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ছবিটি এডিটিং এবং পোস্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে। যদিও এর মুক্তির জন্য এখনো অপেক্ষা বাকি, তবে নির্মাতা শুভ্রজিৎ মিত্র ইতিমধ্যেই তাঁর পরবর্তী প্রকল্পের ঘোষণা করেছেন। তাঁর নতুন ছবি 'কালমৃগয়া' তে আবারও দেখা যাবে 'দেবী চৌধুরানি'র নায়িকা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। Srabanti Chatterjee New Movie : Srabanti New Film Kalmrigaya এই ছবিটি থাকছে থ্রিলার ঘরানার, যা পরিচালকের জন্য নতুন এক অধ্যায়। শুভ্রজিৎ মিত্র এর আগে 'অভিযাত্রিক' ছবিতে 'পথের পাঁচালি'র সাথে যুক্ত থেকে দর্শকদের কাছে বিশেষ সমাদর পেয়েছিলেন এবং 'দেবী চৌধুরানি' এনেছেন ঐতিহাসিক বিন্যাস। এবার, 'কালমৃগয়া' দিয়ে তিনি রহস্য ও উত্তেজনা নিয়ে আসছেন যা নিশ্চিতভাবেই দর্শকদের নতুন কিছু উপভোগ করাবে।

চেষ্টা করলেই উপায় হয়

Image
 ‘ চেষ্টা করলেই উপায় হয় ’, এটাই বুঝিয়ে দিয়েছেন বাংলার মেয়ে অলোলিকা ভট্টাচার্য গুহা। এখন সে ‘ভাইরাল’। মায়ের স্বপ্নের দায়িত্ব নিয়ে সফলভাবে পূরণ করল তিনি। টানা ১৫ বছরের সেই চেষ্টা, সেই স্বপ্ন বাস্তব হয়ে উঠল তাঁর জীবনে। ‘ কৌন বানেগা ক্রোড়পতি ’ সিজন ১৫-এ দেখা গিয়েছে অলোলিকাকে। এটাই ছিল তাঁর স্বপ্ন। সামনে থেকে সাক্ষাৎ পেল ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। তাঁকে দেখে অলোলিকার মুখে একটাই কথা, ‘ইশ্বর আমাকে ছুঁয়ে গেছে’।  জলপাইগুড়ির অলোলিকা, তবে বর্তমানে কলকাতার গড়িয়ার বাসিন্দা।  স্বামী পিনাকী ও চার বছরের ছেলে অর্ককে নিয়ে মধ্যবিত্তের সংসার চালায় তাঁর সুখী পরিবার। অলোলিকার বিলাসের চাহিদা একটুও নেই। তবে, একটাই সমস্যা হাসতে খুব ভালোবাসেন তিনি। তাঁর কথায়, “হাসলে তো শরীর ভালো থাকে, ক্ষতি তো হয় না!”

শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ জুটি বাঁধল আমেরিকা ও ইংল্যান্ডের সাথে!

Image
এবার টলিপাড়ায় আসল বিরাট বড় সুখবর। পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' সিনেমার সঙ্গে জুটি বাঁধল বিদেশ। আমেরিকা এবং ইংল্যান্ড। ছবির প্রযোজক সংস্থার তরফ থেকে এই দুর্দান্ত খবর প্রকাশ্যে এল।  উপন্যাস দেবী চৌধুরানী দেবী চৌধুরানী তাঁরা জানিয়েছেন যে এই প্রথম কোনও বাংলা সিনেমা তৈরির ক্ষেত্রে তিন দেশ যুক্ত হয়েছে একসাথে। এছাড়া তিন দেশের সমন্বয় পদক্ষেপ BAFTA ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এন্ট্রির জন্য এটি একটা বড় পদক্ষেপ। এই প্রসঙ্গে আরও জানা গিয়েছে যে এই দুই অ্যাওয়ার্ডে, ছবি যাওয়ার জন্য যেই সব শর্ত থাকে মধ্যে সব ছবির মধ্যে রয়েছে।  ভারত, আমেরিকা ও ইংল্যান্ড একসঙ্গে মিলিত হয়েছে। এই খবর শুনে খুবই খুশী পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই বিষয়ে তিনি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে এই কাজটি নিয়ে পড়েছিলেন তিনি। অবশেষে আমেরিকা ও ইংল্যান্ডের সঙ্গে জুটি বাঁধতে পেরে খুব খুশী তিনি।

শীতের স্নানে গরম জল চাই, জেনে নিন এই নিয়ম

Image
 শীতে গরম জলে স্নান করার জন্য কিছু নিয়ম মনে রাখা গুরুত্বপূর্ণ হতে পারে: 1. **জলের তাপমাত্রা নিরীক্ষণ:** প্রথমে নিশ্চিত হন যে জলের তাপমাত্রা আপনার শরীরের জোরের সাথে মিলে যাচ্ছে। অত্যন্ত গরম জলে স্নান করা হতে পারে তাড়াতাড়ি তাপমাত্রা কমিয়ে নিয়ে আসতে। 2. **স্নানের সময়:** শীতকালে সকালের সময় বা বিকালে স্নান করা ভালো। এই সময়গুলি প্রাকৃতিক তাপমাত্রা কম থাকে এবং শরীর সুস্থ থাকে। 3. **স্নানের সময়ে উপযুক্ত জলের পরিমাণ:** অধিক জল বা অল্প জলে স্নান করা হোক না। সাধারণভাবে, স্নানের জন্য প্রতিদিন লাগাতার 5-10 মিনিট সময় প্রয়োজন। 4. **শরীর শীতল করতে:** স্নানের পরে শরীর ঠান্ডা করার জন্য শীতল জল বা ঠান্ডা জল দিয়ে প্রাকৃতিক ঠান্ডাই হতে পারে। 5. **উচ্চ তাপমাত্রার জলে স্নান করার ক্ষেত্রে সাবধানতা:** যদি আপনি নদী, সমুদ্র, অথবা অন্য জলাশয়ে স্নান করতে চান, তাদের জলের তাপমাত্রা বা পরিস্থিতি ভালোভাবে নিরীক্ষণ করুন। এগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ এবং আপনার শারীরিক স্বাস্থ্য কে ধরে রাখতে সাহায্য করতে পারে।

The 2023 Bengal Kali Puja: A Grand Spectacle of Devotion and Culture

Image
 The 2023 Bengal Kali Puja : A Grand Spectacle of Devotion and Culture In the heartland of Bengal, the celebration of Kali Puja takes on a unique vibrancy and fervor, blending spirituality, tradition, and cultural richness. The year 2023 promises to be no exception, as the people of Bengal eagerly prepare for this grand festival dedicated to Goddess Kali. **Date and Preparation:** The 2023 Bengal Kali Puja is scheduled to be celebrated . Weeks before the festival, the air in Bengal becomes charged with excitement as communities engage in meticulous preparations. Artisans sculpt intricate idols of Goddess Kali , capturing the essence of her divine energy. Homes are adorned with lights, and neighborhoods come alive with the buzz of activity, creating an atmosphere of anticipation and joy. **Iconic Puja Pandals:** One of the highlights of Bengal Kali Puja is the creation of elaborately decorated pandals (temporary structures) that house the idols. Each community competes to build the mos

Kali Puja Festival 2023: A Triumph of Light Over Darkness

Image
  Kali Puja Festival 2023 : A Triumph of Light Over Darkness As the calendar turns to 2023, the eagerly awaited Kali Puja festival approaches, promising a celebration of divine power, cultural richness, and spiritual fervor. Kali Puja, also known as Shyama Puja, is a significant Hindu festival dedicated to Goddess Kali, the fierce and formidable manifestation of Shakti, the divine feminine energy. Occurring on the new moon day of the Hindu month of Kartik, the festival holds special significance in the states of West Bengal, Assam, and Odisha, as well as in Bangladesh. **Date and Preparation:** In 2023, Kali Puja is set to be celebrated . The days leading up to the festival witness enthusiastic preparations in communities, with homes adorned with lights, intricate decorations, and vibrant colors. Artisans craft elaborate idols of Goddess Kali , capturing the essence of her power and grace. **Rituals and Puja:** The festival day begins with devotees waking up before dawn to take a ritu

Kali Puja Mantra 2023: Invoking the Divine Energy

Image
  Kali Puja Mantra 2023 : Invoking the Divine Energy Kali Puja, a sacred Hindu festival dedicated to the formidable Goddess Kali, is a time for devotees to connect with the divine energy and seek the blessings of the powerful deity. Chanting mantras is an integral part of Kali Puja, as it is believed to invoke the presence and grace of Goddess Kali. In 2023, as devotees prepare for this auspicious occasion, let us delve into some potent Kali Puja mantras that can enhance the spiritual experience and deepen the connection with the goddess. **1. Kali Beej Mantra :** "ॐ क्रीं कालिकायै नमः"  (Om Kreem Kalikayai Namah) This powerful Beej mantra is a condensed form of the goddess's energy. Chanting this mantra is believed to invoke Goddess Kali's fierce and protective aspects, bringing strength and courage to the devotee. **2. Kali Mula Mantra :** "ॐ क्रीं कालिकायै नमः" (Om Kreem Kalikayai Namah) Similar to the Beej mantra, this Mula mantra is a fundamental chant