শুটিং-এর মাঝে সময় পেতেই, মায়ের সঙ্গে ছবি পোস্ট করেলেন দেব

 এই মাসেই 'প্রধান' ছবির শুটিং শুরু হয়েছে। এই ছবিতে অভিনয় করবেন দেব, একজন পুলিশ অফিসারের ভূমিকায় এবং তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ছবির শুটিং-এর মাঝে অভিনেতা দেব তাঁর মায়ের সঙ্গে সোশাল মিডিয়ায় একটি দুর্দান্ত সময় কাটানোর ছবি পোস্ট করেছেন। সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'In between shooting some Family Time' অর্থাৎ শুটিং-এর মধ্যেই পরিবারের সঙ্গে কিছুটা ফ্যামিলি টাইম কাটাচ্ছেন।



এই ছবির জন্য দেব ও সৌমিতৃষা কুণ্ডু বহুদিন ধরেই প্রস্তুতি নিয়েছিলেন। একটি পোস্টে দেব লিখেছেন, 'যদি সব ঠিকঠাক ভাবে যায়... তাহলে দেখা হচ্ছে এই বড়দিনে।' এদিন প্রথম পোস্টার প্রকাশ্যে আসে। তা দেখেই স্পষ্ট ছবিতে দেবের নাম দীপক প্রধান। পোস্টার প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। একজন লেখেন, 'বাহ্! দেব দা মানেই প্রত্যেকবার নতুন কিছু'। অপর একজন লিখেছিলেন, 'অনেক শুভেচ্ছা গোটা টিমকে'। আবার কেউ লিখেছিলেন, 'আমাদের স্বপ্নের দিন হাজির'। দেবের চরিত্রের নাম দেওয়া হয়েছে, দীপক প্রধান।

অন্যদিকে ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডু এই মাসের শুরুতে একটি ছবি পোস্ট করেছেন। সেটায় দেখা যাচ্ছে তাদের প্রধান ছবির শুটিং শুরু হয়েছে। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তিনি বড়পর্দায় আসছেন এবং প্রথম ছবিতেই তিনি স্বয়ং দেবের বিপরীতে অভিনয় করবেন।   

এই সব ঘটনার জন্য গোটা ‘প্রধান’ টিম বিশেষ প্রস্তুতি নেন। কিছুদিন আগে দেব একটি পোস্ট করেন। সেখানে দেখা যায় যে তিনি একটি বিছানার ওপর শুয়ে রয়েছেন এবং ক্যাপশনে 'কাপিং থেরাপি' করছেন। এই থেরাপি সাধারণভাবে শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার হয়। তারকারা নানা ধরনের চরিত্রের জন্য মানানসই চেহারা ও চুল পরিবর্তন করে, সেইরকমি হয়তো দেব তার ‘প্রধান’ ছবির চরিত্রের জন্যেই এসব করছেন।

Comments

Popular posts from this blog

Ravindra Jadeja vs Shakib Al Hasan Comparison: Who is the Better All Rounder? Check ODI and World Cup Stats

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী

কীভাবে বুঝবেন আপনার ত্বক কম্বিনেশন কিনা?