সৌন্দর্যের পারফেকশন-এর কোনও মাপকাঠি আছে?

সৌন্দর্যের সংজ্ঞা কী? সৌন্দর্যের ধারনায় ‘পারফেকশন’-এর কোনও মাপকাঠি আছে? ফ্যাশন দুনিয়ায় শারীরিক গঠন কতটা প্রভাব ফেলে? ‘Beauty is beyond Physical Appearance’ এই ভাবনার বাস্তব ছবি আসলে কেমন? বিস্তারিত জানালেন বিশিষ্ট লেখিকা ও অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল ওমেন এমপাওয়ারমেন্টের-এর প্রধান, অদ্বিতীয়া দত্ত বণিক (Adwitiya Datta Banik, Author & Director of AGWE-Association for Global Women Empowerment )

সৌন্দর্যের ধারনা সৌন্দর্যের সংজ্ঞা

মানুষ নিজেকে পারফেক্ট বলবে কীভাবে? সে সম্পর্কে অদ্বিতীয়া দত্ত বণিক বলেছেন, সব ইম্পারফেকশন বা খুঁত নিয়েই সৌন্দর্য। কারণ মানুষ জন্মায় খুঁত নিয়েই। সৌন্দর্য আসলে মনের রূপ। মনের ছবিই ফুটে ওঠে মুখে। প্রসাধন, মেকআপ, রূপসজ্জা ঘন্টা দেড়েক পর ধুয়েই দিতে হয়। তাই সৌন্দর্য কখনই প্রসাধনী নয়। সৌন্দর্য আসলে মানুষ প্রকৃত যা সেটাই।

Comments

Popular posts from this blog

Ravindra Jadeja vs Shakib Al Hasan Comparison: Who is the Better All Rounder? Check ODI and World Cup Stats

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী

কীভাবে বুঝবেন আপনার ত্বক কম্বিনেশন কিনা?