বুড়ো রান্না ‘বুড়ো’ কেন
শিল্প নগরী হাওড়া। এখন সময়ের বিবর্তনে কারখানা পাড়ার সাইরেনের তেজ ফিকে হয়ে গেলেও হারিয়ে যায়নি। বিশ্বকর্মা পুজোর তারিখ কাছাকাছি এলেই গমগমে হয়ে ওঠে হাওড়ার অলিগলি। কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় মেশিনের তেল-কালি ঝুলি পরিষ্কার করতে করতে স্তুপ জমে ওঠে রাস্তায়। বাজারে দোকানে আচমকা এসে পড়া কাশফুল জানান দেয় বিশ্বকর্মা পুজোর খবর।
বাংলায় বিনোদনের খবর, বাংলা সিনেমার খবর, পশ্চিমবঙ্গের সেলিব্রিটি
এই দিনটা থেকেই যে পুজো শুরু হয়ে যায় এই পল্লীতে। সঙ্গে আরও চলে আরও এক উৎসবের উল্লাস। তবে এই উৎসব হেঁশেলে। উৎসবের নাম বুড়ো রান্না। রান্না আবার বুড়ো হয় নাকি? নাকি যারা রান্না করে তারা সবাই বুড়ো এ নিয়ে চলতেই থাকে ছেলেমানুষী কৌতুহল কিন্তু ফি বছর বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো মিলে হাওড়ার ঘরে ঘরে চলে উৎসব।
অনেক কলকারখানাতেই পুজোর বোনাস দেওয়া হয় বিশ্বকর্মা পুজোর দিন। বিশ্বক র্মা পুজো য় মিলে যায় পুজোর সুর। সকাল সকাল রান্না পুজোর প্রসাদ খেয়ে পুজোর জামা কাপড় কিনতে যায় মানুষ। সে এক অনাবিল আনন্দ!
রান্নাপুজো হাওড়ার আঞ্চলিক উৎসব। রাজ্যের অন্যান্য জেলাতেও দেখা যায়। কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন বুড়ো রান্নার মেজাজ মিলে বদলে যায় গোটা শিল্পাঞ্চলের ছবি।
Comments
Post a Comment