গণেশ চতুর্থীতে জানুন গণপতি দেবকে প্রসন্ন করার উপায়
গণেশ দেবকে বলা হয় বিঘ্নহর্তা। তিনি সকলের বিঘ্ন হরণ করেন। তাই বিপদ থেকে উদ্ধারের জন্য ভক্তগণ পার্বতীনন্দন গণেশজিকেই স্মরণ করেন। আবার সনাতন হিন্দু ধর্মে সকল দেবতার আগে গণপতি দেবের পুজো করা হয়, তাই তিনি হলেন প্রথম পূজ্য দেবতা। তাই তার পুজো না করলে কোন দেবতাই পুজো গ্রহণ করেন না। গনেশজির আরাধনা করলে সকল কাজে সফলতা পাওয়া যায়। গণেশ দেবের আশীর্বাদে সংসার সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
গণপতিদেবকে প্রসন্ন করার উপায়ঃ
১। গণেশ চতুর্থীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরুন।
২। গণেশজি মোদক খেতে খুব ভালোবাসেন, তাই গণেশ চতুর্থীর দিন নিজে হাতে মোদক বানিয়ে
গণপতি দেবকে নিবেদন করতে চেষ্টা করুন।
৩। গণেশ চতুর্থীর দিন “ওম গণ গণপতায় নমঃ” মন্ত্র ১০৮ বার জপ করুন।
৪। গণেশ চতুর্থীর আগেই যারা বাড়িতে গণেশজির মূর্তি আনছেন, তারা নির্দিষ্ট দিনের আগে অবধি নতুন কাপড়ে বিগ্রহের মুখ ঢেকে রাখুন। পুজোর দিন মূর্তি স্থাপনের আগে অবধি মুখ খুলবেন না।

Comments
Post a Comment