বাংলায় বিনিয়োগের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী

মাদ্রিদের পর এবার বার্সেলোনা। মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সপ্তম দিন। মাদ্রিদে চার দিন ছিলেন। গত রবিবার বার্সেলোনা পৌঁছন। সেখানেই এক শিল্পমহলে বিদেশি শিল্পপতিদের সামনে বাংলায় বিনিয়োগের আবেদন রাখেন।

Bengali culture and tradition, ancient history of west bengal



এই সম্মেলনটি মঙ্গলবার এল প্যালেস হোটেলের গ্র্যান্ড ভিয়া হলেতে হয়। সেখানের সকলের বক্তব্য ছিল একই বিষয়ে। এখানেও মুখ্যমন্ত্রী শিল্পস্থাপন এবং লগ্নির জন্য বাংলার উৎপাদনশীল মাটির কথা বলেছেন। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে মত দেয় যে ‘বাংলাই এখন ভারতকে নেতৃত্ব দিচ্ছেন’। তিনি বলেন, ‘‘বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। আমরাই দেশকে নেতৃত্ব দিচ্ছি। আমরাই গেম চেঞ্জার। তাই আমাদের রাজ্যে বিনিয়োগ করুন। কোনও সমস্যা হবে না। জমি থেকে যোগাযোগ, প্রশিক্ষিত শ্রমিক থেকে সরকারি সুবিধা— সবটা পাবেন।’’

Comments

Popular posts from this blog

Now You Can Enjoy A 78-Year-Old Paddle Steamer In Kolkata During Puja!

পুজোর গানে উচ্ছ্বসিত সারেগামাপার অনুষ্কা

Dos and Don'ts during Chandra Grahan