পুরীর জগন্নাথ মন্দির এবার দীঘায়, আসছে স্বয়ং জগন্নাথ দেব!

 ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এক কথায় রাজি হয়ে যাওয়ার ডেস্টিনেশনই হল ‘পুরী’। সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে সমুদ্রসৈকতের কাছে। পুরীতে গেলেই সবাই জগন্নাথ দেবের দর্শন করতে যায়। অনেকে আবার জগন্নাথ ধামে তীর্থও করতে যাঅ। ঠিক তেমনি অন্যদিকে আরও এক সহজ ডেস্টিনেশন রয়েছে, সেটা হল ‘দিঘা’। সমুদ্র সৈকত এই এলাকায় বছরের অধিকাংশ সময় পর্যটকদের ভিড় দেখা যায়। 



রাজ্য, দেশ এমনকি বিদেশ থেকেও এখানে পর্যটকদের আগমন ঘটে । পর্যটকরা এখানে দিঘা ছাড়াও ঘুরে দেখার সুযোগ পান, যেমন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর। এবার সেই দীঘাতেই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই ‘জগন্নাথ ধাম’। হ্যাঁ ঠিকই পড়ছেন। ভক্তদের হাতের কাছে চলে আসছে স্বয়ং জগন্নাথ দেব!


মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দির

কিরীটেশ্বরী সেরা পর্যটন গ্রাম

দেশের সেরা পর্যটন গ্রাম কিরীটেশ্বরী

Comments

Popular posts from this blog

Kali Puja Mantra 2023: Invoking the Divine Energy

Dos and Don'ts during Chandra Grahan

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী