কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো ভোর ৫টায়, কোথায় হবে, কি বলছেন কর্তৃপক্ষরা?
আর তো মাত্র দুটো দিন। তারপরেই শুরু হবে সিনেমা হলের চত্বরে ভীড়। ‘পাঠান’ ছবির পর এবার বড় পর্দায় মুক্তি পেতে চলছে অ্যাটলির প্রযোজিত ‘জওয়ান’। আবারও আমরা দেখতে পাব বলিউডের কিং খানকে। ছবির পোস্টার রিলিজের পর থেকেই শুরু হয়ে গেছিল উন্মাদনা। এবার নতুন লুকে দেখতে পাব শাহরুখকে।
গত শুক্রবার থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিং। এর মধ্যেই হাউজফুল হয়ে গিয়েছে সিনেমা হলগুলি। অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের মতে ‘পাঠান’-এর ব্যাবসা ছাড়িয়ে যেতে পারে ‘জওয়ান’ ।
বাংলায় বিনোদনের খবর,
বাংলা সিনেমার খবর, পশ্চিমবঙ্গের সেলিব্রিটি
কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকাল ৬টা ৪৫ মিনিটে। ‘কেজিএফ ২’ বা অ্যাভেঞ্জার্স সিরিজ়ের ছবি ঘিরে উন্মাদনা দেখা দিলেও সকাল ৬টার পরেই তাদের শো ছিল। কিন্তু ‘জওয়ান’-এর ক্ষেত্রে সেটা হচ্ছে না।
এখন প্রত্যেকটি মাল্টিপ্লেক্সের কর্তাদের মধ্যে একটা রেষারেষি চলছে। সারা দেশে প্রথম দিনের প্রথম শো-টি সবার আগে কে আয়োজন করতে পারবে এই নিয়ে। রবিবার পর্যন্ত সবাই জানতো, কলকাতা শহরে ‘জওয়ান’-এর প্রথম শো হবে সকাল ৬টার পর। কিন্তু সোমবার দেখা গিয়েছে নিউ টাউনের একটি মাল্টিপ্লেক্স (মিরাজ সিনেমা) ভোর ৫টায় শুরু করে দিয়েছে ছবির শোয়ের স্লট। তাহলে,এখনও পর্যন্ত এটাই হতে চলেছে ‘জওয়ান’-এর প্রথম শো। এটাও জানা গিয়েছে, এর আগে এই রাজ্য ছাড়া আর কোথাও ভোর ৫টায় কোনও ছবির প্রদর্শনের আয়োজন করা হয়নি।
Comments
Post a Comment