আয়রে ভোলা খেয়াল-খোলা স্বপনদোলা নাচিয়ে আয়

 মৃত্যু শয্যায় শুয়ে আছেন। তিনি জানেন যে অসুখ তাঁর হয়েছে তার তেমন কোনও চিকিৎসা নেই। মনসূয়া গ্রামে গিয়েছিলেন জমিদারির কাজে। ফিরলেন জ্বর বাঁধিয়ে। যেমন তেমন নয়- একেবারে কালান্তক কালাজ্বর।

Bengali culture and tradition, ancient history of west bengal



একটু একটু করে বিছানা শয্যায়। বয়স মাত্র ছত্রিশ। রোগের যন্ত্রণা কম নয়। তবু শান্ত সুকুমার। বাবা উপেন্দ্রকিশোর রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাস থেকে ছেলের নাম রেখেছিলেন ‘তাতা’।


Comments

Popular posts from this blog

Ravindra Jadeja vs Shakib Al Hasan Comparison: Who is the Better All Rounder? Check ODI and World Cup Stats

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী

কীভাবে বুঝবেন আপনার ত্বক কম্বিনেশন কিনা?