শ্রীলঙ্কার বিরুদ্ধে লো-স্কোরিং হয়েও, এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৩ এশিয়া কাপ-এর ফাইনালের টিকিট কেটে নিল ভারত দল। মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ রানে জেতে রোহিতের দল। লো-স্কোরিং হলেও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনা ছিল চরম। যে দল পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং-এর দাপট দেখিয়ে ৩৫৬ রান করে ২২৮ রানে ম্যাচ জিতেছিল। সেই দলই এদিন মাত্র ২১৩ রান ডিফেন্ড করে বোলারদের দাপটে ম্যাচ জিতল।  



ভারতের দেওয়া ২১৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৭২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এই ম্যাচের শেষে জয়ের হাসিটা হাসল টিম ভারত।

এদিন টস জিতে কলম্বোর স্পিনিং ট্র্যাকে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ইনিংসে ভালোই খেলে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনে জুটি মিলে পার্টনারশিপে ৮ রান করেন। অর্ধশতরান পূরণ করে রোহিত শর্মা, কিন্তু দুই ওপেনার পার্টনারশিপ ভাঙতেই আউট হল। পরে ইশান কিশান ও কেএল রাহুল কিছুটা লড়াই করলেও খুব বড় পার্টনারশিপ তৈরি করতে পারেননি।

এই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন রোহিত শর্মা। এছাড়া কেএল রাহুল ৩৯, ইশান কিশান ৩৩। গিল, কোহলি, হার্দিক, জাদেজারা কেউ বড় স্কোর করতে পারেননি। শেষের দিকে কিছুটা লড়াই করেন অক্ষর প্যাটেল, ২৯ রান করে।

অন্যদিকে, শ্রীলঙ্কার দিকে তরুণ বাঁ হাতি স্পিনার দিমুথওয়ালালা একাই ৫টি উইকেটের শিকার করেন। কেউ তাঁর কাছে এদিন বাঁচতে পারেনি। অবশেষে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় ভারত দল।

 শ্রীলঙ্কার ব্যাটিং-এর শুরুর দিকে বেশ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের কাছ থেকে। এদিনকেও অনবদ্য বোলিং করেছেন ভারতীয় দলের কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

Comments

Popular posts from this blog

Ravindra Jadeja vs Shakib Al Hasan Comparison: Who is the Better All Rounder? Check ODI and World Cup Stats

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী

কীভাবে বুঝবেন আপনার ত্বক কম্বিনেশন কিনা?