এবার সৌরভের বায়োপিক সাহায্য করলেন সৌরভের ‘বেস্ট ফ্রেন্ড’ সচিন

 শুরু হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কাজ। আমরা সবাই জেনে গিয়েছি সৌরভের ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। তবে জানা গিয়েছে যে তার সাথে এখনো চুক্তি হয়নি। ইতিমধ্যে সৌরভের বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। এবার সেই কাজেই সাহায্য করল মাস্টার ব্লাস্টার, সচিন তেন্ডুলকর। কিংবদন্তী সৌরভের বায়োপিক হচ্ছে আর সেখানে বন্ধু সচিন সাহায্যে থাকবে তা কখনও হয় নাকি! 



প্রসঙ্গত সৌরভের জীবনের বিভিন্ন গল্প বা মুহূর্ত অডিও রেকর্ড করে নেওয়া হচ্ছে স্ক্রিপ্টের জন্য। তিনি নিজে একাধিকবার তাঁর জীবনের জানা-অজানা সব গল্প শুনিয়েছেন নির্মাতাদের। এমনকি দাদা নিজেও স্প্রিট লেখার কাজে হাত দিয়েছিলেন বলেই জনা গিয়েছে। এবার সৌরভের সতীর্থদের কাছ থেকে তাঁর গল্প শোনার কাজ শুরু হয়েছে। সেখানে ভিভিএস লক্ষ্মণ, হরভজন, সেহওয়াগ ও অন্যান্যরা দাদার সাথে তাদের কাটানো সমস্ত অভিজ্ঞতা এবং মুহূর্ত নির্মাতাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

সৌরভের বায়োপিকের নির্মাতা লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌরভের বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছেন। তাঁর পরিবারের সদস্যদের থেকে অনেক তথ্য নেওয়া হয়েছে।

সেইমতোই দুই প্রযোজক এবং সৌরভের বায়োপিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৌরভ-সচিনের বন্ধু সঞ্জয় দাস, তিনজনে মিলে সচিনের বাড়িতে পৌঁছে যান। সেখানে সৌরভের ক্রিকেট জীবনের ‘বেস্ট ফ্রেন্ড’ তথা ওপেনিং পার্টনার সচিনের থেকে সবরকম অভিজ্ঞতা এবং স্পেশাল মুহূর্তগুলো রেকর্ড করা হয়েছে।

সৌরভের বায়োপিক সংক্রান্ত খবরের প্রশ্নে মুখ খুলতে নারাজ সঞ্জয় দাস। তবে এক সংবাদ মাধ্যমে তিনি জানান যে সচিনের সঙ্গে কথা বলার জন্যই গিয়েছিলেন তাঁর বাড়ি এবং সেখানে সৌরভের বায়োপিক সংক্রান্ত সমস্ত বিষয়ে কথা হয়েছে। তারপর অনেক রাত পর্যন্ত রেকর্ডিং হয়েছে। এর থেকে বেশি কিছু বলতে নারাজ সৌরভের বন্ধু সঞ্জয় দাস।

Comments

Popular posts from this blog

Ravindra Jadeja vs Shakib Al Hasan Comparison: Who is the Better All Rounder? Check ODI and World Cup Stats

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী

কীভাবে বুঝবেন আপনার ত্বক কম্বিনেশন কিনা?