নিজেকে কেন ‘হাসির ট্রেডমার্ক’ বলেছিলেন জহর রায়
অনেকে অনেক সময়ে তাঁকে জিজ্ঞাসা করতেন-‘কী করে এত হাসান বলুন তো?’
নিজেকে কেন ‘হাসির ট্রেডমার্ক’ বলেছিলেন জহর রায়
জহর রায় বলতেন, এই প্রশ্নের উত্তর তাঁর জানা নেই। তিনি শুধু জানেন মানুষকে তাঁকে হাসাতে হবেই।নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘নিজের সমস্ত দুঃখ কষ্ট যাতনা গোপন করে সকলের সামনে এসে সং সেজে দাঁড়াই, সবাই আমাকে দেখে হাসেন। আমি হাসির ট্রেডমার্ক’।
এক স্মৃতিচারণায় অভিনেতা হিসেবে দর্শকরা তাঁকে ঠিক কী ভাবে সে প্রসঙ্গে তিনি বলেছেন তাঁর ভক্তরা তাঁর হাসানোর স্টাইল নিয়ে থিয়োরি নামালেও সে সব তাঁকে বিশেষ স্পর্শ করে না। তিনি শুধু জানেন দর্শকদের হাসি চাই। এর বাইরে আর কিচ্ছু তিনি জানেন না।
পেটের দায়ে সং সেজে ঘুরে বেড়ান। যখন হাসির ফোয়ারা কম হয়ে আসে তখন তাঁকে আরও আরও মজা করতে হয়। লোক হাসাতে গিয়ে বুকের রক্ত বেরিয়ে এলেও তা প্রকাশ করতে নেই। চোখে জল আসা যেন পাপ।
Comments
Post a Comment