সৌরভের ‘বেস্ট ফ্রেন্ড’ সচিন
প্রসঙ্গত সৌরভের জীবনের বিভিন্ন গল্প বা মুহূর্ত অডিও রেকর্ড করে নেওয়া হচ্ছে স্ক্রিপ্টের জন্য। তিনি নিজে একাধিকবার তাঁর জীবনের জানা-অজানা সব গল্প শুনিয়েছেন নির্মাতাদের। এমনকি দাদা নিজেও স্প্রিট লেখার কাজে হাত দিয়েছিলেন বলেই জনা গিয়েছে। এবার সৌরভের সতীর্থদের কাছ থেকে তাঁর গল্প শোনার কাজ শুরু হয়েছে। সেখানে ভিভিএস লক্ষ্মণ, হরভজন, সেহওয়াগ ও অন্যান্যরা দাদার সাথে তাদের কাটানো সমস্ত অভিজ্ঞতা এবং মুহূর্ত নির্মাতাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
সৌরভের বায়োপিক Sourav Ganguly Biopic
সৌরভের বায়োপিকের নির্মাতা লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌরভের বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছেন। তাঁর পরিবারের সদস্যদের থেকে অনেক তথ্য নেওয়া হয়েছে।

Comments
Post a Comment