আংটি বদলের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রাঘব-পরিণীতি
আর কিছুদিন পরেই সাত পাকে বাঁধা পড়বেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। জানা গিয়েছে ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে তাজ লেক প্যালেস এবং লীলা প্যালেসে বিয়ে করবেন এই দুই তারকা দম্পতি। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় পরিণীতি ও রাঘবের বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হয়ে গিয়েছে। গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। এবার তাঁদের বিবাহ পর্ব সম্পন্ন হতে চলেছে।
বাংলায় বিনোদনের খবর, বাংলা সিনেমার খবর, পশ্চিমবঙ্গের সেলিব্রিটি
রাঘব-পরিণীতির বিয়ের শুরু থেকে শেষ সবরকম তথ্য এবার প্রকাশিত হল।
জানা গিয়েছে, পরিণীতি ও রাঘবের প্রাক-বিবাহের অনুষ্ঠান শুরু হবে ২৩ তারিখ সকাল ১০ টা থেকেই। ‘চুরা’ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। ওইদিন সবরকমের আচারগুলি করা হবে। দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সন্ধ্যাবেলায় একটি দুর্দান্ত অনুষ্ঠানের সাথে শেষ হবে দিনটি, সেখানে শীঘ্রই বিবাহিত দম্পতি এবং তাদের পরিবার সবাই উপস্থিত থাকবেন। এই 'সোয়ারির' থিম সেট করা হয়েছে 'লেটস পার্টি লাইক ইটস দ্য 90'।
Comments
Post a Comment