সহজ উপায়ে ত্বকের জেল্লা ফেরাতে কী করবেন?

স্কিন ভাল হলে মেকআপের দরকার পড়ে না। তিন লিটার জল আর ৭ ঘন্টা ঘুম অতি জরুরী। ঘুম স্কিন থেকে ব্রেন সব কিছুকেই প্রভাবিত করে। স্যালাড খেতে হবে।  অল্প অল্প করে করলেও বদল আসবে। লাইফস্টাইলের ছোট ছোট বদল সব কিছুকেই বদলে দেয়। 

বাঙালি ওয়েবসাইট, বাংলায় বিনোদন

এখন বাজারে বা অন লাইনে নানারকম বিউটি প্রোডাক্ট পাওয়া যায়। মানুষ কেনে। নিজেদের ব্যাপারে সচেতন হয়। কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য কোনও কিছু করা উচিত নয়। একটা সান প্রোটেকশন, ফেসওয়াশ, ময়েশ্চারাইজার, টোনার এই গুলোই লাগে প্রতিদিন। এই সবে স্কিন অভ্যস্ত হয়ে গেলে ধাপে ধাপে অন্যান্য ভিটামিন প্রোডাক্ট ব্যবহার করা যায়। এক মাস পর বোঝা যায় কোনটা কতটা কাজ করছে। কোন স্কিনে কোন প্রোডাক্ট যাবে সেটাও দেখা উচিত।

Comments

Popular posts from this blog

Kali Puja Mantra 2023: Invoking the Divine Energy

Dos and Don'ts during Chandra Grahan

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী