অতিরিক্ত টেনশন হার্টের পক্ষে কতটা ক্ষতিকর?

অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা হার্টের পক্ষে কতটা ক্ষতিকর? কমবয়সীদের মধ্যে হার্টের সমস্যা কেন ক্রমশ বাড়ছে? হৃদযন্ত্রের সংকটে জীবনযাত্রা কতটা দায়ী? হার্ট কেয়ার নিয়ে বিস্তারিত জানালেন আনন্দলোক হসপিটালের কার্ডিওলজিস্ট ডাঃ পঙ্কজ সরকার...

বাঙালি ওয়েবসাইট, বাংলায় বিনোদন



তিনি জানিয়েছেন হার্টের রোগ এখন পৃথিবীতে সবচেয়ে কমন ডিজিজগুলোর মধ্যে একটা। অল্প হাঁটলে, অল্প পরিশ্রম করলে হাঁফিয়ে পড়া, বুকে অস্বস্তি ভাব, হাত পা ঝিনঝিন করা, শ্বাস কষ্ট, অল্প তেই বুক ধড়পড়, ঘুম না হওয়া এরকম লক্ষণ দেখলে যত তাড়াতাড়ি সম্ভব কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Comments

Popular posts from this blog

Ravindra Jadeja vs Shakib Al Hasan Comparison: Who is the Better All Rounder? Check ODI and World Cup Stats

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী

কীভাবে বুঝবেন আপনার ত্বক কম্বিনেশন কিনা?