ভারত, পদক তালিকায় কোথায় রয়েছে

এবার ১০০টা পদকের লক্ষ্য রেখে খেলতে নেমেছেন ভারতের অ্যাথলিটরা। সবথেকে বেশি পদক এসেছে শ্যুটিং থেকে। মোট ২২ টি। যার মধ্যে সোনার পদকই ৭ টি। এশিয়ান গেমসের মঞ্চে ৯ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জও ভারতকে এনে দিয়েছেন শ্যুটাররা। 

পশ্চিমবঙ্গের সেলিব্রিটি



অন্যদিকে, রোয়িংয়ে ২ টি রুপো ও ৩ টি ব্রোঞ্জ, মোট ৫ পদক পেয়েছে ভারত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও পেয়েছে সোনার পদক। অন্যান্য খেলাগুলি যেমন টেনিস, স্কোয়াশ, ইকুয়েস্ট্রিয়ান, এরা একটি করে সোনা পেয়েছে। অ্যাথলেটিক্স থেকে ২ টি সোনা, ৮ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৬ টি পদক এসেছে ভারতের ঝুলিতে।

Comments

Popular posts from this blog

Kali Puja Mantra 2023: Invoking the Divine Energy

Dos and Don'ts during Chandra Grahan

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী