দোনাইপুর কালী মন্দির

আজ কালী পীঠ বীরভূমের এক কালীর কথা বলব কালী কথায়। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অনতিদূরেই রয়েছে দোনাইপুর কালী মন্দির। লাভপুর থেকে বোলপুর যাওয়ার রাস্তাতেই দোনাইপুর অবস্থিত। দোনাইপুরের কালী মন্দিরে তিনটি কালী প্রতিমা বিরাজ করেন। 

দোনাইপুর কালী মন্দির



তিনটি কালীই দক্ষিণা কালী। দোনাইপুরের কালী মন্দিরের তিনটি কালী প্রতিমার মধ্যে ডানদিকের কালী বিগ্রহ, স্থানীয় জমিদার পরিবার, চক্রবর্তী পরিবারের টেবা মা কালী। টেবা মা কালী প্রতিষ্ঠিত কালী। টেবা মা কালীর আনুমানিক বয়স তিনশো বছরেরও বেশি। লাভপুরের দোনাইপুর কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে তিন শতকের ইতিহাস, ঐতিহ্য। 

তিনটি কালীর পুজোই ৩০০ বছরের প্রাচীন হলেও, একসঙ্গে প্রায় দেড়শো বছর ধরে এক মন্দিরে তিনজন দেবী পূজিতা হয়ে আসছেন। একসঙ্গে যে তিনটি কালীপুজো হয়ে থাকে, তাদের একটি প্রতিমার উচ্চতা হল ২২ ফুট এবং বাকি দুটির উচ্চতা ১০ ফুট।

Comments

Popular posts from this blog

Now You Can Enjoy A 78-Year-Old Paddle Steamer In Kolkata During Puja!

পুজোর গানে উচ্ছ্বসিত সারেগামাপার অনুষ্কা

Dos and Don'ts during Chandra Grahan