Posts

Showing posts from December, 2023

চেষ্টা করলেই উপায় হয়

Image
 ‘ চেষ্টা করলেই উপায় হয় ’, এটাই বুঝিয়ে দিয়েছেন বাংলার মেয়ে অলোলিকা ভট্টাচার্য গুহা। এখন সে ‘ভাইরাল’। মায়ের স্বপ্নের দায়িত্ব নিয়ে সফলভাবে পূরণ করল তিনি। টানা ১৫ বছরের সেই চেষ্টা, সেই স্বপ্ন বাস্তব হয়ে উঠল তাঁর জীবনে। ‘ কৌন বানেগা ক্রোড়পতি ’ সিজন ১৫-এ দেখা গিয়েছে অলোলিকাকে। এটাই ছিল তাঁর স্বপ্ন। সামনে থেকে সাক্ষাৎ পেল ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। তাঁকে দেখে অলোলিকার মুখে একটাই কথা, ‘ইশ্বর আমাকে ছুঁয়ে গেছে’।  জলপাইগুড়ির অলোলিকা, তবে বর্তমানে কলকাতার গড়িয়ার বাসিন্দা।  স্বামী পিনাকী ও চার বছরের ছেলে অর্ককে নিয়ে মধ্যবিত্তের সংসার চালায় তাঁর সুখী পরিবার। অলোলিকার বিলাসের চাহিদা একটুও নেই। তবে, একটাই সমস্যা হাসতে খুব ভালোবাসেন তিনি। তাঁর কথায়, “হাসলে তো শরীর ভালো থাকে, ক্ষতি তো হয় না!”

শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ জুটি বাঁধল আমেরিকা ও ইংল্যান্ডের সাথে!

Image
এবার টলিপাড়ায় আসল বিরাট বড় সুখবর। পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' সিনেমার সঙ্গে জুটি বাঁধল বিদেশ। আমেরিকা এবং ইংল্যান্ড। ছবির প্রযোজক সংস্থার তরফ থেকে এই দুর্দান্ত খবর প্রকাশ্যে এল।  উপন্যাস দেবী চৌধুরানী দেবী চৌধুরানী তাঁরা জানিয়েছেন যে এই প্রথম কোনও বাংলা সিনেমা তৈরির ক্ষেত্রে তিন দেশ যুক্ত হয়েছে একসাথে। এছাড়া তিন দেশের সমন্বয় পদক্ষেপ BAFTA ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এন্ট্রির জন্য এটি একটা বড় পদক্ষেপ। এই প্রসঙ্গে আরও জানা গিয়েছে যে এই দুই অ্যাওয়ার্ডে, ছবি যাওয়ার জন্য যেই সব শর্ত থাকে মধ্যে সব ছবির মধ্যে রয়েছে।  ভারত, আমেরিকা ও ইংল্যান্ড একসঙ্গে মিলিত হয়েছে। এই খবর শুনে খুবই খুশী পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই বিষয়ে তিনি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে এই কাজটি নিয়ে পড়েছিলেন তিনি। অবশেষে আমেরিকা ও ইংল্যান্ডের সঙ্গে জুটি বাঁধতে পেরে খুব খুশী তিনি।

শীতের স্নানে গরম জল চাই, জেনে নিন এই নিয়ম

Image
 শীতে গরম জলে স্নান করার জন্য কিছু নিয়ম মনে রাখা গুরুত্বপূর্ণ হতে পারে: 1. **জলের তাপমাত্রা নিরীক্ষণ:** প্রথমে নিশ্চিত হন যে জলের তাপমাত্রা আপনার শরীরের জোরের সাথে মিলে যাচ্ছে। অত্যন্ত গরম জলে স্নান করা হতে পারে তাড়াতাড়ি তাপমাত্রা কমিয়ে নিয়ে আসতে। 2. **স্নানের সময়:** শীতকালে সকালের সময় বা বিকালে স্নান করা ভালো। এই সময়গুলি প্রাকৃতিক তাপমাত্রা কম থাকে এবং শরীর সুস্থ থাকে। 3. **স্নানের সময়ে উপযুক্ত জলের পরিমাণ:** অধিক জল বা অল্প জলে স্নান করা হোক না। সাধারণভাবে, স্নানের জন্য প্রতিদিন লাগাতার 5-10 মিনিট সময় প্রয়োজন। 4. **শরীর শীতল করতে:** স্নানের পরে শরীর ঠান্ডা করার জন্য শীতল জল বা ঠান্ডা জল দিয়ে প্রাকৃতিক ঠান্ডাই হতে পারে। 5. **উচ্চ তাপমাত্রার জলে স্নান করার ক্ষেত্রে সাবধানতা:** যদি আপনি নদী, সমুদ্র, অথবা অন্য জলাশয়ে স্নান করতে চান, তাদের জলের তাপমাত্রা বা পরিস্থিতি ভালোভাবে নিরীক্ষণ করুন। এগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ এবং আপনার শারীরিক স্বাস্থ্য কে ধরে রাখতে সাহায্য করতে পারে।