স্নায়ুজনিত সমস্যায় নিউরো থেরাপি কেন জরুরি?
আনন্দলোক হসপিটালে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন সিটি স্ক্যান ইউনিট। নিউরোপ্যাথির চিকিৎসাও এখানে বিশেষ যত্ন নিয়ে করা হয়।
জিই-১৬ স্লাইস, এই সিটি স্ক্যান মেশিন সদ্য লঞ্চ করা হয়েছে আনন্দলোক হাসপাতালে। একজন রোগীর সব ধরনের সেট আপ করা যায় এই মেশিনে। চেস্ট, আপার এবডোমিন, লোয়ার এবডোমিন, হোল এবডোমিন, সিটি স্ক্যান, সিটি স্ক্যান অফ ব্রেন, নেক টেস্ট করা যায়। অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই সুলভ মূল্যে মেলে এই পরিষেবা।
স্নায়ুজনিত সমস্যা থেকে সেরে উঠতে নিউরো থেরাপির চাহিদা দিনদিন বাড়ছে। আনন্দলোক হসপিটালে নিউরো থেরাপির সুবন্দোবস্ত আছে। কী এই নিউরো থেরাপি?
Comments
Post a Comment