Posts

Showing posts from September, 2023

তিতাস সাধু নিজেকে একটি ঐতিহাসিক জয়ের উপহার দিয়েছেন তার জন্মদিনে

Image
এশিয়ার শ্রেষ্ঠের অধিকারী হয়ে 19 বছর পূর্ণ করলেও, তিতাস সাধু নিজেকে একটি ঐতিহাসিক জয়ের উপহার দিয়েছেন তার জন্মদিনে। জন্মদিনের সকালেই, তিতাস সাধু নিজেকে একটি চ্যাম্পিয়নের মধ্যে পরিণত করতে পেরেছেন, এবং এটি এশিয়ান গেমস 2023 -এ একটি ঐতিহাসিক জয়ের রূপ ধারণ করেছেন। একটি বিশেষ ক্ষণে, এই অদম্য ক্রীড়াযুদ্ধী নিজেকে এশিয়ার পর্বে অমূল্য স্থানে নিয়েছেন এবং তার দেশকে গর্বিত করেছেন। তিতাস সাধু এই উজ্জ্বল সাফল্যের পাশাপাশি তার জন্মদিনও ধরে নেয়েছেন, এবং তার শখের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তে নিজেকে শোকাহার করেছেন। তিতাস সাধুর অধিকার বড়ানোর পরিকল্পনা তার সকল অনুযায়ী শোক এবং আনন্দের এক মিশ্রণ তৈরি করতে সফল হয়েছে, এবং এই ঘটনার সৃষ্টি হয়েছে একটি অমূল্য অধিকারের বড়ানোর প্রতি একটি উদাহরণ হিসেবে। তিতাস সাধুর অদ্ভুত সাফল্যের এই প্রযুক্তি নিয়ে জনগণ সম্মান জানাচ্ছে এবং তাকে হার্দিক অভিনন্দন জানাচ্ছে এবং সারাদেশে এই উজ্জ্বল দিনে আনন্দ করছে। এই জয়ের প্রতি আমাদের শুভকামনা রইলো এবং তিতাস সাধুর মতো আমাদের জীবনে অমূল্য সফল্যা হাস্যরসে ভরে দেয়।

কেন ‘হাসির ট্রেডমার্ক’ বলেছিলেন জহর রায়

Image
এক স্মৃতিচারণায় অভিনেতা হিসেবে দর্শকরা তাঁকে ঠিক কী ভাবে সে প্রসঙ্গে তিনি বলেছেন তাঁর ভক্তরা তাঁর হাসানোর স্টাইল নিয়ে থিয়োরি নামালেও সে সব তাঁকে বিশেষ স্পর্শ করে না। তিনি শুধু জানেন দর্শকদের হাসি চাই। এর বাইরে আর কিচ্ছু তিনি জানেন না। পশ্চিমবঙ্গের সেলিব্রিটি , বাঙালি ওয়েবসাইট অভিনয় করেছিলেন জহর রায় পেটের দায়ে সং সেজে ঘুরে বেড়ান। যখন হাসির ফোয়ারা কম হয়ে আসে তখন তাঁকে আরও আরও মজা করতে হয়। লোক হাসাতে গিয়ে বুকের রক্ত বেরিয়ে এলেও তা প্রকাশ করতে নেই। চোখে জল আসা যেন পাপ।

শুটিং শুরু হল প্রতীম ডি গুপ্ত-র আসন্ন বাংলা ছবি ‘চালচিত্র’

Image
সস্তিকা-শান্তনু-র  জুটি কেমন হতে চলেছে? এই নিয়ে দর্শকেরা খুবই উত্তেজিত। এই আসন্ন ছবিতে তাঁদের দুজনের ভূমিকা ঠিক কী সে বিষয়ে এখনই জানাতে নারাজ তাঁরা। তবে স্বস্তিকার থেকে জানা গিয়েছে যে সে খুবই আশাবাদী যে শান্তনুর সঙ্গে তাঁর কাজ করতে ভাল লাগবে।    পশ্চিমবঙ্গের সেলিব্রিটি , বাঙালি ওয়েবসাইট এর আগে টোটা সোশাল মিডিয়ায় শান্তনুর সাথে এক পোস্ট করে। সেটি খুবই জনপ্রিয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দু’জনই আমরা উত্তর কলকাতার ছেলে। নাচ করতে ভালবাসি আমরা। আমরা দু’জনই আলিয়া-ভার্সের অংশ। পর্দা ভাগ করে নিচ্ছি প্রতিভাবান অভিনেতা শান্তনু মাহেশ্বরীর সঙ্গে।’

আইএসএল ম্যাচে দুর্দান্ত জয় মোহনবাগানের

Image
এদিন যুবভারতীতে ম্যাচের শুরুর দিকে মোহনবাগানকে বেশ চাপে রেখেছিল গত বছরের বিজয়ী বেঙ্গালুরু। এশিয়ান গেমস খেলতে যাওয়ায় এই ম্যাচে ছিলেন না সুনীল ছেত্রী । তবে, অনিরুদ্ধ থাপা একটি গোললাইন সেভ করেন।  বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন ৬৭ মিনিটে হুগো বুমোস একমাত্র গোলটি করেন। তারপরেও আক্রমনের দিকে এগিয়ে থাকে মোহনবাগান। তার উপর ম্যাচের ৭৫ মিনিটে লাল কার্ড দেখেন বেঙ্গালুরুর সুরেশ সিংহ। বক্সের মাথায় দিমিত্রি পেত্রাতোসকে ফাউল করায় সংযুক্ত সময়ে লাল কার্ড দেখেন নওরেম রোশন। শেষ ৫ মিনিট ৯ জনে খেলতে হয় বেঙ্গালুরুকে।  

রাজ-শুভশ্রীর পর এবার জিৎ-মোহনা, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন জিৎ

Image
রাজ-শুভশ্রীর পর এবার সেই তালিকায় জুড়ল জিৎ- মোহনার জুটি। বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই সুখবরটি নিজেই দিলেন অভিনেতা জিৎ । দ্বিতীয় বার বাবা হতে চলেছেন তিনি এবং মা হতে চলেছেন মোহনা মদনানি। পশ্চিমবঙ্গের সেলিব্রিটি , বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন বিশেষ ফোটোশুটের ছবি পোস্ট করে অভিনেতা জিৎ ক্যাপশনে লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।” মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে মদনানী পরিবারে।

মা লতার পায়ে সোনার নূপুর, কেন?

Image
সোনা আর হীরে খুব ভালবাসতেন। প্রথম পারিশ্রমিক দিয়ে মায়ের জন্য কিনেছিলেন সোনার গয়না আর নিজের জন্য হিরে আর রুবি বসানো আংটি। ‘এলএম’ খোদাই করা ছিল তাতে। বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন পায়ে থাকত সোনার নূপুর। ভারতীয় বিশেষ করে হিন্দু মেয়েদের পায়ে রূপোর নুপূর অত্যন্ত প্রিয় গহনা হলেও সোনার নূপুর পরার চল নেই। লতার পায়ে থাকত সোনার নূপুর। একবার রেকর্ডিং-এর সময় বাপী লাহিড়ির স্ত্রী চিত্রাণীর চোখে পড়েছিল তাঁর পায়ের নূপুর।

সহজ উপায়ে ত্বকের জেল্লা ফেরাতে কী করবেন?

স্কিন ভাল হলে মেকআপের দরকার পড়ে না। তিন লিটার জল আর ৭ ঘন্টা ঘুম অতি জরুরী। ঘুম স্কিন থেকে ব্রেন সব কিছুকেই প্রভাবিত করে। স্যালাড খেতে হবে।  অল্প অল্প করে করলেও বদল আসবে। লাইফস্টাইলের ছোট ছোট বদল সব কিছুকেই বদলে দেয়।  বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন এখন বাজারে বা অন লাইনে নানারকম বিউটি প্রোডাক্ট পাওয়া যায়। মানুষ কেনে। নিজেদের ব্যাপারে সচেতন হয়। কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য কোনও কিছু করা উচিত নয়। একটা সান প্রোটেকশন, ফেসওয়াশ, ময়েশ্চারাইজার, টোনার এই গুলোই লাগে প্রতিদিন। এই সবে স্কিন অভ্যস্ত হয়ে গেলে ধাপে ধাপে অন্যান্য ভিটামিন প্রোডাক্ট ব্যবহার করা যায়। এক মাস পর বোঝা যায় কোনটা কতটা কাজ করছে। কোন স্কিনে কোন প্রোডাক্ট যাবে সেটাও দেখা উচিত।

স্বামীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ দেবলীনা!

Image
  আগেই দেখা গিয়েছিল প্রথম ঝলক আর টিজার পোস্টার। এবার সামনে এল মুখ্য চরিত্রের পোস্টার। আসছে Klikk Originals এর আগামী ওয়েব সিরিজ। জন হালদার এর প্রযোজিত ও পরিচালিত রোমহর্ষক থ্রিলার  ওয়েব সিরিজ  NH6 |  এই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মা, দেবলীনা দত্ত ও যুধাজিত সরকারকে। পোস্টারে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক রাজেশ শর্মাকে। দেবলীনা ও যুধাজিত সিরিজের দুই মুখ্য চরিত্র বব আর নিমিশা।   

Homeopathy Treatment Work In The Typhoid Cure?

Typhoid fever spreads primarily through contaminated food and water. The bacterium is eliminated from the body through the faecal-oral route, which is how it can enter the body when hygiene and food safety standards are lacking. Once inside, the bacterium can cause various complications, affecting organs such as the lungs, liver, and spleen. বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন Typhoid fever progresses through  four stages :

টাইফয়েড প্রতিকারে হোমিওপ্যাথি চিকিৎসা

Image
  শিশুর জ্বর যদি ১০০ হয় আর পালস রেড যদি ৭০ কিংবা ৮০ দেখায় তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে। তারপরই চিকিৎসক রক্ত পরীক্ষার কথা ভাবেন। টাইফিডট নামে একটি টেস্ট এসেছে এখন যার মাধ্যমে খুব সহজেই টাইফয়েড হয়েছে কি না নির্ণয় করা যায়। আগে বিডাল টেস্ট ছিল। সেটা সময় সাপেক্ষ পরীক্ষা ছিল। আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহের মধ্যেই যদি নিয়ন্ত্রণে না আনা যায় তখন দ্বিতীয় সপ্তাহ থেকে কঠিন হয়। টাইফয়েড জ্বরের একটা বিশেষ ধরন আছে।    বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন প্রথম সপ্তাহে এই জ্বর ধীরে ধীরে বাড়তে থাকে।  মাথা যন্ত্রণা থাকে। দ্বিতীয় সপ্তাহে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত হতে শুরু করে।  ডায়রিয়ার সমস্যা হয়। জ্বর আস্তে আস্তে কমতে পারে কিন্তু কখনই বেস লাইন টাচ করবে না। নিউমোনিয়া আসতে পারে। এরপরও যদি রোগকে বাড়তে দেওয়া হয় তাহলে তৃতীয় ধাপে আরও ভয়ঙ্কর রূপ নেয়। ব্লাড ব্রেন বেরিয়ার পার হতে সমর্থ হয় ব্যাকটেরিয়া।।  তখন পুরো স্নায়ুতন্ত্রে তার প্রভাব পড়ে। নিউরোলজিক্যাল সমস্যা দেখা দেয়। রোগী চেতনাহীন হতে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। টাইফয়েডের চতুর্থ সপ্তাহে মৃত্যু রেট খুব বেশি। সুতরাং টাইফয়েডকে খুব সাধারণ জ্ঞান কর

দুর্গার আগমনের জন্যে কিভাবে সেজে উঠছে ভবানীপুরের ‘মল্লিক বাড়ি

Image
  এই বছর ‘ মল্লিক বাড়ির পুজো র কি পরিক্রমা হতে চলেছে? এই বিষয়েও অভিনেতা সংবাদ মাধ্যমের দ্বারা জানিয়েছেন যে প্রত্যেক বছরের মতো এবারেও ভবানীপুরের পুরনো বাড়িতে তারা যাবেন। সবার সঙ্গে একসঙ্গে পুজো কাটাবেন। রঞ্জিত মল্লিকের পুজোর নিয়মকানুনগুলোর মধ্যে যুক্ত থাকতে ভীষণ ভাল লাগে। অভিনেত্রী কোয়েলও ঠিক তেমনই।  এখন ছোট্ট কবীরেরও পুজো নিয়ে দারুণ উত্তেজিত থাকে। পশ্চিমবঙ্গের সেলিব্রিটি , বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন তিনি আরও জানান যে এই বয়সে পৌঁছে, পুজো এলে তিনি একটু পুরনো সময়গুলো মিস করেন। কারণ তার ছোটবেলায় অনেক বড়রা ছিলেন পুজোর হাল ধরার জন্য। ছোট থাকায় কেবল আনন্দই করেছে সেই সময়। এখন আর সেই সময় সেই, মানুষগুলোও নেই। পুজো এলে তাই পুরনো কথা মনে পড়ে মনখারাপ হয়ে অভিনেতার।

স্নায়ুজনিত সমস্যায় নিউরো থেরাপি কেন জরুরি?

  জিই-১৬ স্লাইস, এই সিটি স্ক্যান মেশিন সদ্য লঞ্চ করা হয়েছে আনন্দলোক হাসপাতালে। একজন রোগীর সব ধরনের সেট আপ করা যায় এই মেশিনে। চেস্ট, আপার এবডোমিন, লোয়ার এবডোমিন, হোল এবডোমিন, সিটি স্ক্যান, সিটি স্ক্যান অফ ব্রেন, নেক টেস্ট করা যায়। অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই সুলভ মূল্যে মেলে এই পরিষেবা। বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন স্নায়ুজনিত সমস্যা থেকে সেরে উঠতে নিউরো থেরাপির চাহিদা দিনদিন বাড়ছে। আনন্দলোক হসপিটালে নিউরো থেরাপির সুবন্দোবস্ত আছে। কী এই নিউরো থেরাপি ?

দুই ম্যাচ মিলিয়ে ৩২টি গোলের পাহাড় তৈরি করল ভারতীয় হকি দল

Image
মঙ্গলবার ম্যাচ শুরুর আগেই অধিনায়ক হরমনপ্রীতের থাকে জানা গিয়েছিল যে তাঁরা আক্রমন করেই হকি খেলতে চান। আর ঠিক তাই হল, মাঠে নেমে অধিনায়কের কথাই সত্যি করলেন অভিষেক, মনদীপ সিংরা। এই দুই ম্যাচ মিলিয়ে মোট ৩২ গোল দিয়ে দুরন্ত ছন্দে ছুটছে ‘ মেন ইন ব্লু ’ দল। এদিন খেলার প্রথম থেকেই তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছিল ভারত দল। তবে প্রথম দশ মিনিট দারুন প্রতিরক্ষা হিসেবে খেলেন সিঙ্গাপুর। ১১ মিনিটে ভারত প্রথম গোল করে। তার পর থেকেই শুরু হয়ে ভারতীয় ফরোয়ার্ডদের সেই দুর্দান্ত দাপট। এরপর আর থামেনি ভারত। নিয়মিত কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক গোল আসতে থাকে। বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই ৬ গোলে এগিয়ে যায় ভারত। পরের দুই কোয়ার্টারে মোট দশ গোল দেন ভারতীয় দলের খেলোয়াড়রা। ম্যাচের ৫৩ মিনিটে একটি গোল শোধ করে সিঙ্গাপুর। তবে, সেই গোলটিকে সিঙ্গাপুরের জন্যে সান্ত্বনা পুরষ্কার ছাড়া আর কিছুই নয়। শেষ পর্যন্ত ১৬-১ গোলে জয় পায় ভারত।

জীবনে ফ্লেক্সিবল’ থাকা কেন দরকার?

  জীবনে ‘স্ট্রং’ আর ‘ফ্লেক্সিবল’ থাকা কেন দরকার? অনিয়ন্ত্রিত জীবনযাত্রায় ভারসাম্য ফেরাবেন কী করে?  নীরোগ ও সুস্থ থাকতে কেমন হওয়া উচিত প্রতিদিনের জীবনযাত্রা? টিপস দিলেন অভিনেত্রী দেবস্মিতা বন্দ্যোপাধ্যায় (Debasmita Banerjee, Actress) পশ্চিমবঙ্গের সেলিব্রিটি , বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি বিউটিফুল লাইফ । এছাড়াও হিন্দি, অহমীয়া, ভোজপুরি ছবিতেও তিনি নিয়মিত মুখ। ‘বিউটিফুল লাইফ’ ছবিটি অভিনেত্রী দেবস্মিতার জীবনে অতি গুরুত্বপূর্ণ। একজন অভিনেত্রীর জীবনে তাঁর সব ছবিই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ছবির মুহূর্ত একটু আলাদা।

এক ভয়ানক ভাইরাসের খোঁজ মিলেছে, জেনে নিন সমস্ত তথ্য

Image
  সম্প্রতি এই বিষয়ে ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম জানিয়েছেন, “আরও বড় মহামারী প্রত্যক্ষ করতে হতে পারে অদূর ভবিষ্যতে। আর এর জন্য গোটা বিশ্বের কমপক্ষে পাঁচ কোটি মানুষের প্রাণ যেতে পারে। এই সম্ভাব্য মহামারীর নাম দেওয়া হয়েছে 'ডিজিজ এক্স'।  এর আগে ১৯১৮-১৯ সালে ফ্লিয়ের সময় বহু মানুষের মৃত্যু হয়েছিল।“ পশ্চিমবঙ্গের সেলিব্রিটি , বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন তিনি আরও বলেন, "এই ভাইরাসগুলির মিউটেশন সম্ভব। একাধিক ভয়াবহ ভাইরাস যেমন স্মলপক্স, ইবোলা, HIV প্রথমে পশুদের দেহে পাওয়া গিয়েছিল। কিন্তু, পরবর্তীকালে তা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে।“ ২০২০ সালে সারা বিশ্বে ছড়িয়েছিল কোভিড ১৯ রোগ, যা গোটা বিশ্ব জুড়ে ২.৫ মিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

সিনেমা হল বদলে দিয়েছিল দেব আনন্দের গোটা জীবন!

Image
  ছোটবেলা পুরোটাই কেটেছিল গুরদাসপুরের ঘরোটাতে কাটে। কলেজের পড়া শেষ করে চলে এলেন বোম্বাই। চাকরিও পেয়ে গেলেন মিলিটারি সেন্সর অফিসে। মেরিন ড্রাইভের পাশেই অফিস। বাংলা সিনেমার খবর , পশ্চিমবঙ্গের সেলিব্রিটি , বাঙালি ওয়েবসাইট , বাংলায় বিনোদন সেই অফিসের পাশেই ছিল এক সিনেমা হল। তখন রমরমিয়ে চলছে ‘ অচ্ছুৎ কন্যা ’। একদিন দেখতে গেলেন। বুঁদ হয়ে গেলেন অশোককুমারের অভিনয়ে। নেশার মতো টানত লাগল সিনেমা। ফের গেলেন একদিন। এবার ‘কিস্মত’। আবার অশোককুমার।

সৌন্দর্যের পারফেকশন-এর কোনও মাপকাঠি আছে?

সৌন্দর্যের সংজ্ঞা কী? সৌন্দর্যের ধারনায় ‘পারফেকশন’-এর কোনও মাপকাঠি আছে? ফ্যাশন দুনিয়ায় শারীরিক গঠন কতটা প্রভাব ফেলে? ‘Beauty is beyond Physical Appearance’ এই ভাবনার বাস্তব ছবি আসলে কেমন? বিস্তারিত জানালেন বিশিষ্ট লেখিকা ও অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল ওমেন এমপাওয়ারমেন্টের-এর প্রধান, অদ্বিতীয়া দত্ত বণিক (Adwitiya Datta Banik, Author & Director of AGWE-Association for Global Women Empowerment ) সৌন্দর্যের ধারনা সৌন্দর্যের সংজ্ঞা মানুষ নিজেকে পারফেক্ট বলবে কীভাবে? সে সম্পর্কে অদ্বিতীয়া দত্ত বণিক বলেছেন, সব ইম্পারফেকশন বা খুঁত নিয়েই সৌন্দর্য। কারণ মানুষ জন্মায় খুঁত নিয়েই। সৌন্দর্য আসলে মনের রূপ। মনের ছবিই ফুটে ওঠে মুখে। প্রসাধন, মেকআপ, রূপসজ্জা ঘন্টা দেড়েক পর ধুয়েই দিতে হয়। তাই সৌন্দর্য কখনই প্রসাধনী নয়। সৌন্দর্য আসলে মানুষ প্রকৃত যা সেটাই।

How Is It Possible To Do Mature Skin Makeovers At Home?

The secret to getting perfect skin is a mature skin makeover ! But what exactly is a mature skin makeover? Is this makeover too expensive and time-consuming? How is it possible at home? Can you do your own skin makeover or rely on a parlour or salon? Lawyer, model, and actress Jannatul Ferdous Halder gave tips. When we think of a makeover, we often envision a trip to the beauty salon for a dramatic transformation. However, Jannatul Ferdous Halder, a lawyer, model, and actress, enlightens us that achieving a makeover for your skin isn't just about splurging on cosmetics. The real essence lies in maintaining healthy skin. Only when your skin is in top condition can makeup truly enhance your beauty.

পুজোর ফ্যাশন নিয়ে টিপস দিলেন অভিনেত্রী পুলকিতা ঘোষ

Image
শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্টডাউন। পুজোর শপিং করতে যাওয়ার আগে জেনে নিন কী বলছে এবারের ফ্যাশন ট্রেন্ড। পুজোর ফ্যাশন নিয়ে টিপস দিলেন অভিনেত্রী পুলকিতা ঘোষ ( Actress Pulokita Ghosh ) এবছর পুজো যেহেতু দেরীতে তাই আবহাওয়ায় ঠান্ডা ভাব থাকবেই। তাতে সাজগোজ করতে সুবিধা হবে। ফ্যাশনে এখন ইন ইন্দো ওয়েস্টার্ন। পুজোতে কিন্তু শাড়ি মাস্ট। যতই কাজের চাপ থাক পুজোর চারদিন সাজতেই হবে। ঠাকুর দেখতে যেতে হবে। আর এই সব কিছুর মধ্যে একটা চেষ্টা থাকে যাতে পুজোয় একটু আলাদা লাগে সব কিছুর মধ্যে।

জি-২০ সম্মেলনে বাংলার রসগোল্লা

Image
দিল্লিতে জি-২০ সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতাদের সম্মানে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে আয়োজন করা হয়েছে নৈশভোজের। দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৭০ জন অতিথি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে। জি২০ শীর্ষ সামিটের শনিবারের মধ্যাহ্নভোজে ছিল এলাহি আয়োজন, তবে সবটাই নিরামিষ।  জি-২০ সম্মেলন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাই জি-২০ রাষ্ট্রপ্রধানদের খাবারের মেনুতেও ভারতীয় স্বাদের ছোঁয়া থাকছে। মূলত মিলেটের তৈরি খাবারেই আপ্যায়ন করা হবে নানা দেশের নেতাদের। এছাড়াও দেশের নানা প্রান্তের বিখ্যাত খাবার তুলে ধরা হবে তাঁদের সামনে। জয়পুর হাউসে রাষ্ট্রপ্রধানদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানেই মিলেটের তৈরি খাবার পরিবেশন করা হবে। তালিকায় রয়েছে মিলেট রাইস, মিলেট থালি, মিলেট ইডলির মতো খাবার। ২০২৩ বছরটিকে মিলেট বর্ষ হিসাবে পালন করছে ভারত। সেই কারণেই খাবারের তালিকায় মিলেটের তৈরি পদের আধিক্য আছে।  ব্রেকফাস্ট  থেকে শুরু করে ডেসার্ট সবই মিলেট উপকরনে।

প্রথম সোনা জিতে বিশ্বরেকর্ড করল ভারত

Image
চলতি ১৯তম এশিয়ান গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিল।শ্যুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতল ভারতের রুদ্রাংশ বালাসাহেব পাটিল , দিব্যাংশ সিং পানওয়ার ও ঐশ্বরী প্রতাব সিং। ১৯ তম এশিয়ান গেমস শুধু পদক পেয়েই থেমে যায়নি তাঁরা, দলগত বিভাগে ‘বিশ্বরেকর্ড’ করে সোনা জিতেছেন। তাঁরা মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন। এই স্কোরই হল ‘বিশ্বরেকর্ড’। এর আগে চলতি বছর ওয়ার্ল্ড চ্য়াম্পিয়নশিপে রেকর্ড করেছিল চিন। সেখানে তাঁরা ১৮৯৩.৩ পয়েন্ট স্কোর করেছিল। সেটাই ভেঙে দিল ভারতের এই দলটি।

রাঘণীতি’, প্রকাশ্যে এল বিয়ের একাধিক ছবি

Image
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো রাঘব- পরিণীতি। সারা জীবন একসঙ্গে পথচলা শুরু করলেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা । ২৪-এ সেপ্টেম্বর, রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চারহাত এক হল ‘রাঘণীতি’-র। গত এক সপ্তাহ ধরে এই বিয়ে নিয়ে সকল ক্ষেত্রে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রতিটা মুহূর্তে এই বিয়ের খবরে ছিল সকলের নজর। তবে, তাঁদের বিয়ে ছিল গোধূলি লগ্নে, সারাদিনে একটাও ছবি শেয়ার হয়েনি। তবে, মধ্যরাতে রিসেপশনের একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল রাঘণীতির। মাথায় সিঁদুর, গোলাপি শিমারি শাড়ি, ডিপ কাট ব্লাউজ, হাতে গোলাপি রঙের চূড়ায় ফ্রেমবন্দি পরিণীতি। সেই ছবিতে রাঘবের সঙ্গে পোজ় দিতে দেখা গিয়েছিল তাঁকে।

সৌরভের ‘বেস্ট ফ্রেন্ড’ সচিন

Image
প্রসঙ্গত সৌরভের জীবনের বিভিন্ন গল্প বা মুহূর্ত অডিও রেকর্ড করে নেওয়া হচ্ছে স্ক্রিপ্টের জন্য। তিনি নিজে একাধিকবার তাঁর জীবনের জানা-অজানা সব গল্প শুনিয়েছেন নির্মাতাদের। এমনকি দাদা নিজেও স্প্রিট লেখার কাজে হাত দিয়েছিলেন বলেই জনা গিয়েছে। এবার সৌরভের সতীর্থদের কাছ থেকে তাঁর গল্প শোনার কাজ শুরু হয়েছে। সেখানে ভিভিএস লক্ষ্মণ, হরভজন, সেহওয়াগ ও অন্যান্যরা দাদার সাথে তাদের কাটানো সমস্ত অভিজ্ঞতা এবং মুহূর্ত নির্মাতাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সৌরভের বায়োপিক    Sourav Ganguly Biopic সৌরভের বায়োপিকের নির্মাতা লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌরভের বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছেন। তাঁর পরিবারের সদস্যদের থেকে অনেক তথ্য নেওয়া হয়েছে।

Upcoming Movie Chaalchitro Shooting Begins

Image
On September 23rd, Saturday, lights, camera and action! The shooting for the upcoming Bengali film Chaalchitra has commenced, marking a fresh chapter in the Bengali entertainment industry . This exciting project is helmed by the renowned director Pratim D. Gupta, who returns to the Bengali film scene after a substantial hiatus. What adds Bollywood glamour to this venture is the pairing of Bollywood actor Shantanu Maheshwari with the popular Bengali television actress Swastika Dutta. Joining them on this cinematic journey are Tota Roychoudhury and Raima Sen. The shooting is set to take place in the vibrant locales of Kolkata and its vicinity.

মেড ইন ইন্দিয়া’র প্রথম টিজার লুক

Image
  ‘বাহুবলী’ ও অস্কারপ্রাপ্ত 'আর আর আর'-এর মতন ব্লকবাস্টার সিনেমার পর এবার পরিচালক এস এস রাজামৌলি ঘোষণা তাঁর নতুন ছবির নাম। বড় পর্দায় আসতে চলেছে 'মেড ইন ইন্ডিয়া'। এই ছবির বিষয় একদম অন্যরকম হতে চলেছে। মেড ইন ইন্দিয়া ’র প্রথম টিজার লুক জানা গিয়েছে ছবিটি দাদাসাহেব ফালকে থেকে শুরু করে বাংলায় সিনেমার পাইয়োনিয়র হীরালাল সেন, সকলের সেই অসম্ভবকে সম্ভব করে তোলা স্বপ্ন পূরণের লড়াইয়ের গল্প উঠে আসবে এই ছবিতে এবং তাদেরকে ভিত্তি করে তৈরি হবে বলে জানা গিয়েছে। তিনি 'ইন্ডিয়ান সিনেমা'র বায়োপিক নিয়ে আসতে চলেছেন।

থ্রিলার কাহিনির কেন্দ্রে NH6 হাইওয়ে

Image
আসছে Klikk Originals এর আগামী ওয়েব সিরিজ । জন হালদার এর প্রযোজিত ও পরিচালিত রোমহর্ষক থ্রিলার NH6 | এই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মা, দেবলীনা দত্ত ও যুধাজিত সরকারকে। পোস্টারে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক রাজেশ শর্মাকে। দেবলীনা ও যুধাজিত সিরিজের দুই মুখ্য চরিত্র বব আর নিমিশা।    থ্রিলার কাহিনির কেন্দ্রে NH6 হাইওয়ে । মাইল ফলকে লেখা ‘চিমটি’। পাহাড় আর জঙ্গলের ধারে পেট্রোল পাম্প। গল্পে রিয়েল এস্টেট ব্যবসায়ী বব। বব ও তার স্ত্রী নিমিশা একদিন সকালে গাড়ি নিয়ে নিমিশার বাপের বাড়ির অভিমুখে যাত্রা শুরু করে। বব এই প্রথমবার তার শ্বশুরবাড়ি যাচ্ছে।

মা দুর্গা কৈলাস থেকে মর্ত্যে

Image
তাহলে সব দেখে এটা বোঝাই যাচ্ছে যে এই বছর এই বছর দেবী দুর্গার আগমন ও গমন দুটোই ঘোটকে। ফলে এটি অশুভ ইঙ্গিত। শাস্ত্রে আরও বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। গত বছর, অর্থাৎ ২০২২ সালে দেবীর আগমন হয়েছিল গজে এবং গমন হয়েছিল নৌকায়।  ২০২৩ ক্যালেন্ডার অনুযায়ী এবারে মহালয়া পড়েছে মহালয়া- ১৪ অক্টোবর অর্থাৎ শনিবার। মহাষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর, শুক্রবার। মহাসপ্তমী পড়েছে ২১ অক্টোবর অর্থাৎ শনিবার। মহাষ্টমী পড়েছে ২২ অক্টোবর, রবিবার। মহানবমী পড়েছে ২৩ অক্টোবর এবং মহাদশমী পড়েছে ২৪ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার।

পুঁটি মাছের রেসিপি

Image
মাছ কুটে বেছে একবার ধুয়ে দিন। এবার ১ চা-চামচ নুন মেখে ১৫-২০ মিনিট রেখে দিন। পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা বেটে নিন। মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। কলাপাতা বাদে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নিন। একটি কলাপাতা লম্বা করে কেটে ধুয়ে নিন। এবার এই পাতার এক প্রান্তে মেখে রাখা মাছের মিশ্রণ বিছিয়ে দিন। মাছের মিশ্রণ কলাপাতা দিয়ে মুড়িয়ে সুতায় বেঁধে নিন। প্যানে কলাপাতায় মোড়ানো মাছ মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মৃদু আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। ৩০ মিনিট পর সাবধানে উল্টে দিয়ে ঢেকে মৃদু আঁচে আরও ৩০ মিনিট রান্না করুন।গরম ভাতের সঙ্গে দুরন্ত স্বাদ পাবেন!   পুঁটি মাছের রেসিপি সজনে ও পুঁটি চচ্চড়ি কী কী লাগবে সরু কচি সজনে ডাঁটা- ২৫০ গ্রাম পুঁটিমাছ- ২৫০ গ্রাম পেঁয়াজকুচি- ১ কাপ রসুনকুচি- ২ চা চামচ হলুদগুঁড়ো- ১ চা চামচ লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ

গানে উচ্ছ্বসিত সারেগামাপার অনুষ্কা

Image
সুরাশা মেলোডিজ বাংলা আগামীতে বাঙলার বহু বড় শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করতে চলেছে। পুজোর আগেই এই মিউজিক লেবেল থেকে আরও ভিন্ন স্বাদের গান উপভোগ করতে পারবেন বাঙালিরা এমন পরিকল্পনাতেই তাদের কাজ চলছে। আপাতত দে দে পাল তুলে দে গানটি Surasa Melodies Bangla এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। সারেগামাপার অনুষ্কা ‘ দে দে পাল তুলে দে ” গানটি সম্পর্কে অনুষ্কা জানান, যতই মুম্বইতে কাজ করুন না কেন, প্রকৃত বাঙালি হিসাবে বাংলা গান গাওয়ার খিদে তাঁর সব সময় থেকেই যাবে। তার ওপরে লোকসঙ্গীত গাওয়া যে কোনও প্রকৃত শিল্পীর পক্ষেই আদর্শ ভালো লাগার জায়গা। তাই বিশালের এই গানটার কথা যখনই জানতে পারেন, তিনি অত্যন্ত উচ্ছসিত হয়ে পড়েন।

নন্দিনীর পাইস হোটেলকে টেক্কা দিতে শহরে চলে এল এক নতুন দিদি!

Image
এই পাইস হোটেলটি খুলেছে দুই বোন মিলে। ছোট বোনের দাবি, “লাভ-ক্ষতি জানি না। দিদি সবটা দেখে। দিদি বলেছে অত লাভ ক্ষতি ভাবতে হবে না। যা পারবি সেই দামেই লোককে খাওয়াবি।” নন্দিনীর পাইস হোটেল তারা নন্দিনীর ব্যাপারে শুন্তেই জানান, “ কে নন্দিনী দি ? আমরা তাঁকে চিনি না। তাঁকে বলুন এসে আমাদের আশি টাকার মাংস ভাত খেয়ে যায় যেন।” খবর ভাইরাল হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে নন্দিনী। দেখা যায়, মাঝে মাঝে দোকানে আসা ইউটিউবারকে গালমন্দ করে তাড়িয়ে দিচ্ছেন, আবার মাঝে মাঝে হাত তুলছেন বাবার বয়সী লোকেদের গায়ে। নানান্রকমের নাটক এখন লেগেই থাকে এই হোটেলে।

শীতকালে কলকাতায় আসেন ফেলুদা

Image
  বিখ্যাত বাবা বা পারিবারিক লেগেসি বহনের চাপ থাকলেও তা কখনও কাবু করতে পারেনি এই মৃদুভাষী মানুষটিকে। ছবি বা লেখায় তিনি কাজ করে চলেছেন একেবারে নিজের স্টাইলে। চুপচাপ নিজের কাজটা করে যেতেই ভালোবাসেন। সিনেমা ছাড়াও তথ্যচিত্র এবং শর্ট ফিল্ম তাঁর অন্যতম সেরা কাজ। কিন্তু আলোচনায় আসে না সেভাবে। সত্যজিৎ -গাম্ভীর্য নয়, কম কথার মানুষ হয়েও নবীন প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষটি ‘ফেলুদা’র ফ্যান। তাঁর হাত ধরেই প্রতি শীতকালে কলকাতায় আসেন ফেলুদা ।

তাঁর চোখে সেরা ‘ফেলুদা’ স্বয়ং সত্যজিৎ

Image
  জীবনে কোনওদিনই অভিনেতা হতে চাননি। ধ্যানজ্ঞান ছিল ক্রিকেট। স্বপ্ন ছিল ২২ গজে রাজত্ব করবেন। শুধু ক্রিকেট নয়, পুলিশ, ইঞ্জিনিয়ার, পাইলট সব কিছুই ছিল তাঁর ‘হতে’ চাওয়ার ইচ্ছে।  বোম্বাইয়ে’র বোম্বেটে শেষ পর্যন্ত হলেন গোয়েন্দা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর বাংলা তো বটেই, বিশ্বের বাঙালির কাছে তিনি ‘ ব্র্যান্ড ফেলুদা ’। সব্যসাচী চক্রবর্তী। টলিউড থেকে বলিউড সবর্ত্রই চেনা মুখ। কাজ করেছেন সেরা চলচ্চিত্র পরিচালকের সঙ্গে। কিন্তু প্যাশনের জায়গায় তিনি সত্যি সত্যিই সব্যসাচী।

এস এস রাজামৌলি, প্রকাশ্যে এল ‘মেড ইন ইন্দিয়া’র প্রথম টিজার লুক

Image
  ‘বাহুবলী’ ও অস্কারপ্রাপ্ত ' আর আর আর '-এর মতন ব্লকবাস্টার সিনেমার পর এবার পরিচালক এস এস রাজামৌলি ঘোষণা তাঁর নতুন ছবির নাম। বড় পর্দায় আসতে চলেছে ' মেড ইন ইন্ডিয়া '। এই ছবির বিষয় একদম অন্যরকম হতে চলেছে। জানা গিয়েছে ছবিটি দাদাসাহেব ফালকে থেকে শুরু করে বাংলায় সিনেমার পাইয়োনিয়র হীরালাল সেন, সকলের সেই অসম্ভবকে সম্ভব করে তোলা স্বপ্ন পূরণের লড়াইয়ের গল্প উঠে আসবে এই ছবিতে এবং তাদেরকে ভিত্তি করে তৈরি হবে বলে জানা গিয়েছে। তিনি 'ইন্ডিয়ান সিনেমা'র বায়োপিক নিয়ে আসতে চলেছেন।

আসছে স্বয়ং জগন্নাথ দেব

Image
নিউ দিঘা রেলওয়ে স্টেশনের পাশে ভগীব্রহ্মপুর মৌজার কাছেই তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম টি। এই মন্দিরটি হুবহু পুরীর জগন্নাথ ধামের মতনই তৈরি হচ্ছে। দু’টি মন্দিরেরই উচ্চতা হবে সমান অর্থাৎ ৬৫ মিটার। হিডকোর তত্ত্বাবধানে চলছে কাজ। এই মন্দিরটি ২০ একর জমির উপর তৈরি করা হচ্ছে।  পুরীর জগন্নাথ মন্দির    দীঘার জগন্নাথ এখানে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর ব্যবহার করা হচ্ছে। পুরীর মতো এখানেও থাকছে ভোগ ঘর, বসার ঘর, রথ রাখার জায়গাও। পুরীর মন্দিরের সাথে দিঘার মন্দিরের মধ্যে একটাই পার্থ্যক্য হল যে পুরীতে মূর্তিগুলি নিম কাঠ দিয়ে তৈরি হয়, আর দিঘার জগন্নাথ মন্দিরের মূর্তিগুলি হবে মার্বেল পাথরের।

দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী

Image
  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, "আমরা বিশ্বের দ্বিতীয় কোল-বেল্ট এর একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং আমরা এই ক্ষেত্রে বিনিয়োগ করছি। আমাদের রাজ্যে হেলিকপ্টার পরিষেবা, ২৬টি স্টেশন, এবং ১০০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে। আমাদের ন্যাশনাল করিডর এর মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ অন্তর্ভুক্ত আছে।" তিনি আরও বলেন, “আমাদের ন্য়াশনাল করিডর রয়েছে, যার মধ্য়ে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, মায়ানমার আছে, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একটা অংশও আছে। এটা উত্তর-পূর্বের গেটওয়ে। আমি অত্য়ন্ত গর্বের সঙ্গে বলছি, আমরা ৯৯ শতাংশ নাগরিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করেছি। সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা এই সব প্রকল্পে অন্তর্ভুক্ত।”

বৃন্দাবনবাসী কেন ভেবেছিল শ্রীমতি রাধা অন্ধ!

Image
  রাজা শ্রীবৃষভানু এবং তাঁর স্ত্রী শ্রীকীর্তি রাধাকে নিজের মেয়ে হিসাবে বড় করেছিলেন। এবং তিনটি কল্পতে রাধা ও কৃষ্ণের শক্তি বর্ণিত রয়েছে।কৃষ্ণের হ্লাদিনী শক্তি হিসেবে শ্রীমতি রাধারানীর প্রকাশ হয়। শ্রীমতি রাধিকাই হচ্ছে আদি শক্তি। তপ্তসোনার মতো গায়ের রং তাঁর। রত্ন অলংকারে বিভূষিতা।  শ্রীরাধিকা শ্রীমতি রাধা শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন। এই সমস্ত ব্রজাঙ্গনারা রূপে-গুণে সর্বোত্তমা ছিলেন। শ্রীমতি রাধারাণী ও তাঁর কায়ব্যুহ গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ করতে হয়নি।

সত্যি কি জেগে উঠতে পারবে চন্দ্রযান ৩-ের বিক্রম ও প্রজ্ঞান?

Image
ইসরোর মতে যদি বিক্রম ও প্রজ্ঞানের যন্ত্রপাতির ব্যাটারি সর্যের তাপে চার্জ হয় তবে ফের জেগে উঠতে পারে। ভারতীয় মহাকাশ সংস্থা, ইসরো এখন ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। যদি ইসরোর সেই কাজে সফল হয়, তাহলে চাঁদের মাটি তে আরও কয়েকদিন গবেষণা চালাতে পারবে ল্যান্ডার এবং রোভার।  চন্দ্রযান ৩   সম্প্রতি ইসরোর এক্স হ্যান্ডেল পেজ থেকে ১৮ দিন আগেই জানা গিয়েছিল যে চন্দ্রযান ৩-এর রোভার তার কাজ সম্পন্ন করেছে। তবে ফের জেগে উঠলে হতে পারে নতুন আরও কিছুর আবিষ্কার।

পুরীর জগন্নাথ মন্দির এবার দীঘায়, আসছে স্বয়ং জগন্নাথ দেব!

Image
  ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এক কথায় রাজি হয়ে যাওয়ার ডেস্টিনেশনই হল ‘পুরী’। সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে সমুদ্রসৈকতের কাছে। পুরীতে গেলেই সবাই জগন্নাথ দেবের দর্শন করতে যায়। অনেকে আবার জগন্নাথ ধামে তীর্থও করতে যাঅ। ঠিক তেমনি অন্যদিকে আরও এক সহজ ডেস্টিনেশন রয়েছে, সেটা হল ‘দিঘা’। সমুদ্র সৈকত এই এলাকায় বছরের অধিকাংশ সময় পর্যটকদের ভিড় দেখা যায়।  রাজ্য, দেশ এমনকি বিদেশ থেকেও এখানে পর্যটকদের আগমন ঘটে । পর্যটকরা এখানে দিঘা ছাড়াও ঘুরে দেখার সুযোগ পান, যেমন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর। এবার সেই দীঘাতেই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই ‘জগন্নাথ ধাম’। হ্যাঁ ঠিকই পড়ছেন। ভক্তদের হাতের কাছে চলে আসছে স্বয়ং জগন্নাথ দেব ! মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দির কিরীটেশ্বরী সেরা পর্যটন গ্রাম দেশের সেরা পর্যটন গ্রাম কিরীটেশ্বরী

কিরীটেশ্বরী গ্রামকে ২০২৩ সালের ‘দেশের সেরা পর্যটন গ্রাম ঘোষণা

Image
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অর্থাৎ ২১-এ সেপ্টেম্বর ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরী গ্রামকে ২০২৩ সালের ‘দেশের সেরা পর্যটন গ্রাম’ হিসাবে নির্বাচিত করল কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক। কিরীটেশ্বরী মন্দির মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দির কিরীটেশ্বরী সেরা পর্যটন গ্রাম এই প্রতিযোগিতায় ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৭৯৫টি গ্রামকে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’-য় অংশ নেওয়ার জন্যে আবেদন করা হয়েছিল৷ মুখ্যমন্ত্রী মমতা এই কৃতিত্বের জন্য সেই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন৷ আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লি শহরে হবে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানটি । সেখানে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিরীটেশ্বরী গ্রামকে দেশের পর্যটন ল্যান্ডস্কেপে তার অসামান্য অবদানের জন্য সম্মানিত করবে।

অভিনেত্রী দেবলীনা দত্ত ‘নায়িকা নম্বর ১’

Image
কালার্স বাংলার ধারাবাহিক ‘ত্রিশূল’-এর পর লম্বা অবসর নিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত । এবার  ফের ছোটপর্দায় স্বমহিমায় ফিরে এলেন তিনি। কালার্স বাংলায় স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘ নায়িকা নম্বর ১ ’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রেক্ষাপটে বেশ অন্যরকম। এখানে থাকছে প্রেম, প্রতারণা সব রকমের হাওয়া দেবে ‘নায়িকা নম্বর ১’-এ। এক সাধারণ মেয়ে কিভাবে জুনিয়র আর্টিস্ট থেকে নায়িকা হয়ে উঠবেন, এই নিয়ে তৈরি ‘নায়িকা নম্বর ১’-এর গল্পটি।

সঠিক বয়সে সঠিক টিকা না নেওয়ার গাফিলতি কোন বিপদে ফেলতে পারে?

Image
  শিশুদের ক্ষেত্রে  রুটিন ভ্যাকসিনেশন চলতেই থাকে, কিন্তু বড়দের ক্ষেত্রে সেটা হয়না সেটার কারণ কী ? ডাঃ শুভ্রজিৎ ভৌমিক জানিয়েছেন, শিশুদের ক্ষেত্রে ভারত সরকার  ন্যাশনাল ইমিউনিজেশন প্রোগ্রাম তৈরী করেছে। অর্থাৎ শিশুর জন্মের পর থেকে যতক্ষণ তাদের ১০ বছর না হচ্ছে তাদের নিয়মিত ইনজেকশন এবং ভ্যাকসিন দেওয়া হয়।  Bengali culture and tradition , Ancient history of west bengal দেখা গেছে ৫ বছরের নিচে শিশুদের এমন ইনফেকশন হয় যাতে প্রচুর শিশুর মৃত্যু হয়। যেমন নিউমোনিয়া,  ডিপথেরিয়া, হেপাটাইটিস বি ইনফেকশন। এই ক্ষেত্রে একটা সিস্টেমটি সরকারি ভাবে তৈরী করা আছে যেটা বেসরকারি হাসপাতালেও রয়েছে এবং একটা রেগুলেশনের মধ্যে পড়ে গেছে যে স্কুলে এডমিশন নিতে গেলে দরকার বা বিদেশ যেতে গেলে দরকার। তার জন্যই প্রত্যেকটি শিশুর ভ্যাকসিনেশন করা হয়। কিন্তু বড়োদের জন্য কোনো নিয়মিত ভ্যাকসিনেশনের সরকারি নিয়ম বিধি নেই। খুবই কম ক্ষেত্রে রয়েছে যেমন ডায়াবেটিস। তবে, এটা কোনো বাধ্যতামূলক নয়।

আয়রে ভোলা খেয়াল-খোলা স্বপনদোলা নাচিয়ে আয়

Image
  মৃত্যু শয্যায় শুয়ে আছেন। তিনি জানেন যে অসুখ তাঁর হয়েছে তার তেমন কোনও চিকিৎসা নেই। মনসূয়া গ্রামে গিয়েছিলেন জমিদারির কাজে। ফিরলেন জ্বর বাঁধিয়ে। যেমন তেমন নয়- একেবারে কালান্তক কালাজ্বর। Bengali culture and tradition, ancient history of west bengal একটু একটু করে বিছানা শয্যায়। বয়স মাত্র ছত্রিশ। রোগের যন্ত্রণা কম নয়। তবু শান্ত সুকুমার। বাবা উপেন্দ্রকিশোর রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাস থেকে ছেলের নাম রেখেছিলেন ‘তাতা’।

নবদ্বীপের এই মন্দিরে রাখা মহাপ্রভুর চরণপাদুকা

Image
শ্রী ধামেশ্বর মন্দির ধামেশ্বর মহাপ্রভুর মূর্তি তৈরী হয় ১৫১৩ সালে। তার ঠিক তিনবছর আগে মানে খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব।  বলা হয়, যে নিম গাছের তলায় তাঁর জন্ম হয়েছিল, সেই গাছের কাঠ দিয়েই তৈরি হয়েছিল চৈতন্যদেবের দারু বিগ্রহটি। বিষ্ণুপ্রিয়াদেবী স্বপ্নাদেশ পেয়ে চৈতন্যদেবের মূর্তি গড়েন। মূর্তির পাদপীঠে খোদাই করা আছে ‘১৪৩৫ শক, বংশীবদন’। অনুমান বংশীবদন নামের এক শিল্পী এই মূর্তির রূপকার। culture of west bengal , art and culture of west bengal প্রতিদিন সকাল ভোর থেকেই শুরু হয়ে যায় ধামেশ্বর মন্দিরের ব্যস্ততা। সকালে শ্রী ধামেশ্বর মহাপ্রভুকে দেওয়া হয় বাল্যভোগ। ক্ষীর, ছানা, ফল ইত্যাদি থাকে ভোগে। তারপর অর্চনা পর্ব। সারাদিনে মোট পাঁচবার মহাপ্রভুর সেবাপুজো হয়।

বাংলায় বিনিয়োগের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী

Image
মাদ্রিদের পর এবার বার্সেলোনা। মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সপ্তম দিন। মাদ্রিদে চার দিন ছিলেন। গত রবিবার বার্সেলোনা পৌঁছন। সেখানেই এক শিল্পমহলে বিদেশি শিল্পপতিদের সামনে বাংলায় বিনিয়োগের আবেদন রাখেন। Bengali culture and tradition , ancient history of west bengal এই সম্মেলনটি মঙ্গলবার এল প্যালেস হোটেলের গ্র্যান্ড ভিয়া হলেতে হয়। সেখানের সকলের বক্তব্য ছিল একই বিষয়ে। এখানেও মুখ্যমন্ত্রী শিল্পস্থাপন এবং লগ্নির জন্য বাংলার উৎপাদনশীল মাটির কথা বলেছেন। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে মত দেয় যে ‘বাংলাই এখন ভারতকে নেতৃত্ব দিচ্ছেন’। তিনি বলেন, ‘‘বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। আমরাই দেশকে নেতৃত্ব দিচ্ছি। আমরাই গেম চেঞ্জার। তাই আমাদের রাজ্যে বিনিয়োগ করুন। কোনও সমস্যা হবে না। জমি থেকে যোগাযোগ, প্রশিক্ষিত শ্রমিক থেকে সরকারি সুবিধা— সবটা পাবেন।’’

দুর্গাপুজোর আগেই বাংলার মানুষের জন্য সুখবর, আসছে সাধারণ বন্দে ভারত এক্সপ্রেস

Image
এখন ভারতে সর্বাধিক চর্চিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস । সব মানুষই চাইছেন একবার হলেও এই ট্রেন সফরের আনন্দ নিতে। ইতিমধ্য়েই একাধিক রুটে চলছে এই ট্রেনটি। কিন্তু মুশকিল একটাই, সাধারণ গরীব মানুষের জন্যে এই ট্রেনে ওঠা অসম্ভব। কারণ এই ট্রেনের ভাড়া অনেকটাই বেশী।   তবে সেই মানুষের কথা ভেবেই একটা সুখবর নিয়ে এল রেল কর্তৃপক্ষরা। অনেক ট্রেনগুলিতে বিভিন্ন উন্নত কিছু বৈশিষ্ট্য যোগ করেই চলেছে তারা। রেলযাত্রীদের চাহিদা, সুযোগ-সুবিধার গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি অংশকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য রেল যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছে। রেল সূত্রে খবর, এবার মধ্যবিত্ত কিংবা গরিবদের কথা মাথায় রেখেই আসছে বন্দে সাধারণ ট্রেন। জানা গিয়েছে এই ট্রেনটি হবে একেবারে নন এসি ট্রেন। তবে নন এসি বলে যে কিছুই অত্যাধুনিক জিনিস থাকবে না তা কিন্তু একেবারেই নয়, সব কিছুই থাকবে এই ট্রেনে। তবে,বাংলার জন্য় এটা এক বড় সুখবর। এই বন্দে ভারত সাধারণ ট্রেন চলবে বাংলাতেও। দূর্গাপুজোর মুখেই চালু হতে পারে এই সস্তার বন্দে ভারত । জানা যাচ্ছে আগামী ৩১ অক্টোবরের আগে এই বন্দে ভারত ট্রেন চালু হতে পারে।

পুজোয় শহরে ফিরছেন ‘প্রবীর রায়চৌধুরী’ আর ‘ডিসিপি পোদ্দার’

Image
  জন্মাষ্টমীতেই সামনে এল ‘' দশম অবতার '-এর ঝলক। সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবির পোস্টার আর ফার্স্ট লুক। পোস্টারের প্রধান প্রধান চরিত্রদের ঝলকের সঙ্গে আছে দশম অবতারের ছবি । এই ছবি দিয়েই বারো বছর পর পর্দায় ফিরছে '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী। আছেন 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার। দুই হেভিওয়েট চরিত্রকে এক ছবিতে এনেছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং। শ্যুটিং-এর কাছ শেষ। সৃজিতের ‘কপ ইউনিভার্স’-এর ‘পাজল’ পোস্টারে প্রসেনজিৎ, অনির্বাণ, যীশু জয়ার খন্ড চিত্রের মধ্যে কোলাজের মতো মিলেমিশে আছে বিষ্ণুর দশ অবতার তথা মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ্‌, কল্কির চিহ্ন। শ্রী রামের তির ধনুক, মৎস অবতারের মাছ, নরসিংহ অবতারের সিংহমানব, পরশুরামের কুঠার, গৌতম বুদ্ধের জপমন্ত্র, সাদাঘোড়ায় যোদ্ধা বেশে কল্কি, বনসাই প্রতীকে বামনদেব, বুনো দাঁতে বরাহ, কচ্ছপে কূর্ম, আর কৃষ্ণের চিহ্ন শিখিপাখা।

কীভাবে বুঝবেন আপনার ত্বক কম্বিনেশন কিনা?

Image
  কম্বিনেশন স্কিন কী ? কেমন হওয়া উচিত এই ধরনের ত্বকের ডেইলি কেয়ার রুটিন? অতিরিক্ত তেল আর খসখসে ভাব থেকে বাঁচতে কোন উপায়ে খেয়াল রাখবেন ত্বকের? টিপস দিলেন লুক্সি স্যালোঁর কর্ত্রী রজনী প্রসাদ এবং মৌমিতা গুহ (Rajani Prasad & Moumita  Guha, Owner of Luxe Salon by Rajani) তৈলাক্ত এবং শুষ্ক দু ধরনের ত্বকের বৈশিষ্ট্য যে ত্বকে পাওয়া যায় সেই ত্বক হল মিশ্র বা কম্বিনেশন স্কিন । এটাই সবচেয়ে কমন স্কিন টাইপ। এই রকম স্কিনে টি জোন মানে কপাল নাক আর চিবুক সব সময় তৈলাক্ত থাকে। আর সি জোন মানে গাল এবং অন্যান্য অংশ শুকনো থাকে। এর উল্টোটাও হতে পারে। তবে সেটা কম দেখা যায়। এই ধরনের ত্বকের যত্ন নেওয়ার সহজ উপায় রয়েছে। সোপ ফ্রি ক্লেনজার ব্যবহার করতে পারেন। যা ত্বকে বেশি ড্রাই বা হাইড্রেড করবে না, যা ত্বকে ভারসাম্য আনবে। এলকোহল বেসড ক্লেনজার একেবারে না। টোনিং করা যায়, না করলে অসুবিধা নেই। সবচেয়ে ভাল একটা জেল বেসড ময়েশচারাইজার ব্যবহার করা। প্রতিদিনের পরিচর্যায় সান ব্লক ক্রিম সবচেয়ে গুরুত্বপূর্ণ। একোয়া ফর্মুলেশন সান ব্লক বেছে নিতে পারলে সবচেয়ে ভাল। মুখের তৈলাক্ত অংশে অয়েলি স্কিন প্রোডাক্ট এবং শুষ্ক অংশে ড্রাই স্

তাঁতশিল্পীরা বিশ্বকর্মার পুজো করেন পৌষ মাসে

Image
  ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মার আরাধনা করে গোটা বাংলা। কিন্তু তন্তুবায় সম্প্রদায়ের মানুষেরা এদিন বিশ্বকর্মার পুজো করেন না। তাঁতশিল্পীদের বিশ্বকর্মা পুজো হয় পৌষ মাসে। মূলত হুগলির বিভিন্ন অঞ্চলের তাঁতশিল্পীরা প্রথম পৌষ মাসে বিশ্বকর্মার আরাধনা করেছিলেন। রামচন্দ্রের অকাল বোধনের মতো, এখানে বিশ্বকর্মারও অকাল বোধন হয় যেন! তাঁত আদপে যন্ত্রই, ফলে তাঁত যাঁরা বোনেন তাঁদেরও বিশ্বকর্মার কৃপা প্রয়োজন। কিন্তু ভাদ্র মাসে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে দুর্গা পুজো, বিপুল চাহিদা থাকে। সেই কারণে দুর্গা পুজোর প্রাককালে তাঁরা আর বিশ্বকর্মার পুজো করতে পারতেন না। হুগলির চন্ডীতলার বেগমপুর এলাকার একাধিক তন্তুবায় পরিবারের বসবাস। তাঁরা বিশ্বকর্মার পুজো করবেন না? নিজেরাই উপায় খুঁজলেন। আজ থেকে ৭০ থেকে ৭৫ বছর আগে বেগমপুরের ছোট তাজপুর কাঁঠালতলা গ্রামের দুই তাঁতশিল্পী ছবি সেন এবং নিমাই কুন্ডু নিজেরাই প্রতিমা গড়ে পৌষ মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে বিশ্বকর্মার পুজো শুরু করেন। সেই থেকে পুজো চলে আসছে। ধীরে ধীরে সংখ্যা বেড়েছে, পুজো বারোয়ারি পুজোর আকার ধারণ করেছে। এখন এই অঞ্চলে প্রায় ত্রিশটিরও বেশি বিশ্বকর্মা পুজো হয়। চারদিন